Air India Office Party Viral Video: আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার অফিসে পার্টি, উদ্দাম নাচ! ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ সংস্থার

Last Updated:

ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশে শোকের এবং আতঙ্কের পরিবেশ, তখন খোদ এয়ার ইন্ডিয়ার একটি অফিসেই চলল পার্টি৷

বিমান দুর্ঘটনার কয়েকদিন পরই এয়ার ইন্ডিয়া স্যাটস অফিসে পার্টিতে নাচ কর্মীদের৷
বিমান দুর্ঘটনার কয়েকদিন পরই এয়ার ইন্ডিয়া স্যাটস অফিসে পার্টিতে নাচ কর্মীদের৷
আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল৷ এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল মোট ২৭৫ জনের৷ এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটাদের হাতে যাওয়ার পর এটিই ছিল বিমানসংস্থার সবথেকে বড় বিপর্যয়৷
ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশে শোকের এবং আতঙ্কের পরিবেশ, তখন খোদ এয়ার ইন্ডিয়ার একটি অফিসেই চলল পার্টি৷ বিমান দুর্ঘটনার ভয়াবহতা ভুলে গিয়ে উদ্দাম নাচ, গানে মাতলেন এয়ার ইন্ডিয়ার কয়েকজন কর্মী এবং আধিকারিক৷ এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই অবশ্য কড়া ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তপক্ষ৷ চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে ওই পার্টিতে থাকা চার আধিকারিককে৷
advertisement
জানা গিয়েছে, গুরুগ্রামে এয়ার ইন্ডিয়া স্যাটস অফিসে এই পার্টির আয়োজন করা হয়েছিল৷ ভাইরাল হওয়া ভিডিওতে এআই স্যাটস সংস্থার চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া সহকর্মীদের সঙ্গে উদ্দাম নাচতে দেখা গিয়েছে৷ তারস্বরে গানের সঙ্গে চলছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের নাচ৷ আহমেদবাদ বিমান দুর্ঘটনার পর পরই এই পার্টির আয়োজন করা হয় বলে দাবি করা হচ্ছে৷ ফলে এয়ার ইন্ডিয়ার ওই কর্মী এবং আধিকারিকদের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগে সরব হয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা৷
advertisement
advertisement
advertisement
এআই স্যাটস টাটার গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সংস্থা স্যাটস-এর যৌথ মালিকানাধীন একটি সংস্থা৷ মূলত বিমানযাত্রীদের খাবার সহ অন্যান্য পরিষেবার দিকে নজর রাখে তারা৷ অফিসে পার্টির এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া বিবৃতি দিয়েছে সংস্থা৷ জানানো হয়েছে, ওই পার্টিতে অংশ নেওয়া প্রত্যেক আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
advertisement
তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সিওও আব্রাহাম জাকারিয়া সহ চারজন সিনিয়র আধিকারিকদের পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়৷ এই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সংস্থার বাকি কর্মীদেরও সতর্ক করা হয়েছে৷
এআই স্যাটস-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘এআই ১৭১-এর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে৷ সংস্থার অভ্যন্তরীণ একটি ভিডিও-য় যে বিচক্ষণতার অভাব দেখা গিয়েছে, তার জন্য আমরা দুঃখিত৷ আমাদের মূল্যবোধের সঙ্গে এই আচরণ মানানসই নয়৷ যাঁরা এর জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Office Party Viral Video: আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার অফিসে পার্টি, উদ্দাম নাচ! ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ সংস্থার
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement