বিপজ্জনক ‘টেবলটপ’ রানওয়ে! ১০ বছর আগের ম্যাঙ্গালোরের ভয়াল স্মৃতি ফিরল কোঝিকোড়ে

Last Updated:

উড়ানের পরিভাষায় কোঝিকোড় ‘টেবলটপ’ বিমানবন্দর।

#কোঝিকোড়: ২০১০ সালের ২২ মে ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাই-ম্যাঙ্গালোর IX 1344 বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও দগদগে ৷ ঠিক  ১০ বছর ঘুরতেই ফের একই ধরনের দুর্ঘটনা ৷ এ বারও রানওয়েতে পিছলে গেল বিমানের চাকা ৷ সে বার ছিল ম্যাঙ্গালোর ৷ এ বার কোঝিকোড় ৷  বিপজ্জনক ‘টেবলটপ’ রানওয়েতে ল্যান্ড করতে গিয়েই শুক্রবার পিছলে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ ২০১০-এর ম্যাঙ্গালোরের দুর্ঘটনায় রানওয়ে থেকে বেরিয়ে সোজা খাদে গিয়ে পড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-812 বিমান ৷ মৃত্যু হয়েছিল বিমানের ৬ জন কেবিন ক্রু-সহ মোট ১৫৮ জনের ৷ এবার নিহতের সংখ্যা হয়তো কম ৷ কিন্তু ঘটনার ভয়াবহতা একই ধরণের ৷
উড়ানের পরিভাষায় কোঝিকোড় ‘টেবলটপ’ বিমানবন্দর। এই ধরনের বিমানবন্দরের ক্ষেত্রে রানওয়ে থাকে পাহাড় বা মালভূমির উপরে। তার পরেই থাকে গভীর খাদ। ফলে এই ধরনের বিমানবন্দরে বিমান নামানো কঠিন। কোঝিকোড় বিমানবন্দরের সুরক্ষার মান নিয়ে ২০১৯ সালে প্রশ্ন তুলেছিল ডিজিসিএ। বিমানবন্দর কর্তৃপক্ষকে শো-কজ নোটিসও দেওয়া হয়। বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ঘটনার তদন্ত করবে বিমান মন্ত্রকের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ৷ গত বছরও ম্যাঙ্গালোরে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়ে থেকে পিছলে যায়। তবে সে যাত্রায় যাত্রী ও বিমানকর্মীরা বেঁচে গিয়েছিলেন ৷ টেবল টপ মাউন্টেনের উপর থাকা যে কোনও রানওয়েই বিপজ্জনক ৷ বিশেষ করে বৃষ্টি-বাদলার দিনে ৷ বেশ কয়েকটি বড়সড় দুর্ঘটনার পরও কেন সরকার এ ব্যাপারে নড়ে চড়ে বসছে না ৷ উঠছে সেই প্রশ্নই ৷
advertisement
advertisement
শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে প্রায় দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ দুবাই থেকে কোঝিকোড় (কালিকাট)-এর উদ্দেশ্যে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান ৷
advertisement
বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭.৪১ মিনিট নাগাদ কোঝিকোড়ে পৌঁছয় বিমানটি ৷ কিন্তু ল্যান্ডিংয়ের সময়েই ঘটে বিপত্তি ৷ কোঝিকোড়ের টেবলটপ মাউন্টেন রানওয়ে বরাবরই বিমান ওঠানামার জন্য বিপজ্জনক ৷ শেষপর্যন্ত শুক্রবার সারা দিন ধরে চলা তুমুল বৃষ্টিতে আর ‘সেফ ল্যান্ডিং’ করতে পারেননি পাইলট ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাইলট-সহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২০ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিপজ্জনক ‘টেবলটপ’ রানওয়ে! ১০ বছর আগের ম্যাঙ্গালোরের ভয়াল স্মৃতি ফিরল কোঝিকোড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement