ভয়ঙ্কর দুর্ঘটনা কোঝিকোড়ে! অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল Air India Express-এর বিমান !

Last Updated:

দুবাই থেকে বিমানটি আসছিল ৷ বিমানে দুই পাইলট, ৫ জন কেবিন ক্রু-সহ ছিলেন মোট ১৯১ জন ৷

#কোঝিকোড়: গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি ৷ দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও যথেষ্ট সমস্যা হচ্ছে ৷  তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ৷ দুবাই থেকে এদিন বিমানটি আসছিল ৷ এবং বিমানে দুই পাইলট, ৫ জন কেবিন ক্রু-সহ ছিলেন মোট ১৯১ জন ৷ ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়। সন্ধ্যে ৭.৪০ মিনিট নাগাদ এদিন এই দুর্ঘটনাটি ঘটে।
advertisement
বিমান দুর্ঘটনার ছবি দেখেই ভয় শিউরে উঠেছেন প্রত্যেকেই ৷ কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ভেঙে গিয়ে প্রায় দু-টুকরো হয়ে গিয়েছে ৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রানওয়ে জুড়ে পড়ে রয়েছে বিমানের ভেঙে যাওয়া বেশ কিছু অংশ ৷
advertisement
বিমানের ভিতর ১০ জন শিশু-সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ৷ পাশাপাশি ৫ জন কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীর দল ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷
advertisement
শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়ঙ্কর দুর্ঘটনা কোঝিকোড়ে! অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল Air India Express-এর বিমান !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement