মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বিপত্তি, আচমকা ককপিটে ঢোকার মরিয়া চেষ্টা যাত্রীর! ঘটনায় চাঞ্চল্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Maitreyee Bhattacharjee
Last Updated:
বেঙ্গালুরু: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ঘটল বিপত্তি! আর তাঁর জেরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে বারাণসীগামী বিমানে আকাশের মধ্যেই ককপিট খুলে চালকের কেবিনে ঢোকার চেষ্টা করেন এক যাত্রী। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিমানের বাকি যাত্রীরা। কোনওমতে ওই যাত্রীকে আটকে রাখা হয়, পরবর্তীতে বিমান বারানসীতে নামার পর তাঁকে সিআইএসএফ এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ তাঁদের এক মুখপাত্র বলেন, “আমরা মিডিয়া মারফত ইতিমধ্যেই ঘটনাটির বিষয়ে জানতে পেরেছি। বারাণসীগামী এক বিমানে এক ব্যক্তি বিমান চালকের ককপিটে ঢোকার চেষ্টা করেছেন। আমরা তাঁকে আটকেছি। তিনি জানিয়েছেন শৌচালয় খুঁজতে গিয়েই তিনি নাকি সেখানে ঢুকে পড়েছিলেন। তদন্ত চলছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 3:40 PM IST