রানওয়ে পেরিয়ে বেরিয়ে গিয়েছিল ফ্লাইট IX 1344, ল্যান্ডিংয়ের সময় লাগেনি আগুন-অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, ঘনাচ্ছে রহস্য

Last Updated:

ঘটনায় এখনও অবধি মৃতের সংখ্যা ১৭ হয়ে গেছে৷

#নয়াদিল্লি: দুবাই থেকে যাত্রী নিয়ে ভারতে আসার পরেই এয়ারইন্ডিয়ার বিমান কোঝিকোড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে প্রাথমিক পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় বিমানে কোনও আগুন লাগেনি৷ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট X 1344 যা B737 এয়ারক্রাফট দ্বারা নিয়ন্ত্রিত হয় তা দুবাই থেকে কালিকটে আসছিল, সেটি কোঝিকোড়ে রানওয়ে থেকে বেরিয়ে যায়৷ ল্যান্ডিংয়ের সময় বিমানে কোনও আগুন লাগেনি৷ ’
এদিকে এখনও অবধি ঘটনায় মৃতের সংখ্যা ১৭ হয়ে গিয়েছে৷ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭৪ জন যাত্রীর মধ্যে ১০ জন ২ বছরের কম বয়সী শিশু ছিল৷ এছাড়াও ২ জন পাইলট, ৪ জন কেবিন ক্রু ছিল৷ মন্ত্রক জানিয়েছে , ‘প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যাত্রীদের উদ্ধার করার জন্য জোরকদমে উদ্ধারকার্য চলছে৷ চিকিৎসার জন্য উদ্ধার হওয়া যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে৷ ’
advertisement
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন,  ফ্লাইট IX 1344 রানওয়ের একদম শেষ অবধি গড়িয়েই চলছিল, প্রবল বৃষ্টিতে এই ঘটনা ঘটে৷ এরপর প্লেনটি ভ্যালিতে পড়ে যায় আর দু'টুকরো হয়ে যায়৷ দ্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ার ইন্ডিয়ারই একটি অংশ, এবং এদের কাছে শুধু B737-ই আছে৷
advertisement
advertisement
advertisement
২৩ মার্চের পর থেকে করোনা অতিমারির জেরে সাধারণ সূচি মেনে দেশের বিমানের পরিচালন ব্যবস্থা বন্ধ রয়েছে৷ ৬ মে -র পর থেকে বিশেষভাবে চালানো হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানগুলি৷ বন্দে ভারত মিশনে মূলত এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানগুলি চলছে৷ বেশ কিছু প্রাইভেট বিমান সংস্থাও এই কাজে নিজেদের বিমান চালিয়েছে৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের  পক্ষ থেকে জানানো হয়েছে এই গোটা ঘটনায় রহস্য় রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রানওয়ে পেরিয়ে বেরিয়ে গিয়েছিল ফ্লাইট IX 1344, ল্যান্ডিংয়ের সময় লাগেনি আগুন-অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, ঘনাচ্ছে রহস্য
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement