রানওয়ে পেরিয়ে বেরিয়ে গিয়েছিল ফ্লাইট IX 1344, ল্যান্ডিংয়ের সময় লাগেনি আগুন-অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, ঘনাচ্ছে রহস্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ঘটনায় এখনও অবধি মৃতের সংখ্যা ১৭ হয়ে গেছে৷
#নয়াদিল্লি: দুবাই থেকে যাত্রী নিয়ে ভারতে আসার পরেই এয়ারইন্ডিয়ার বিমান কোঝিকোড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে প্রাথমিক পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় বিমানে কোনও আগুন লাগেনি৷ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট X 1344 যা B737 এয়ারক্রাফট দ্বারা নিয়ন্ত্রিত হয় তা দুবাই থেকে কালিকটে আসছিল, সেটি কোঝিকোড়ে রানওয়ে থেকে বেরিয়ে যায়৷ ল্যান্ডিংয়ের সময় বিমানে কোনও আগুন লাগেনি৷ ’
এদিকে এখনও অবধি ঘটনায় মৃতের সংখ্যা ১৭ হয়ে গিয়েছে৷ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭৪ জন যাত্রীর মধ্যে ১০ জন ২ বছরের কম বয়সী শিশু ছিল৷ এছাড়াও ২ জন পাইলট, ৪ জন কেবিন ক্রু ছিল৷ মন্ত্রক জানিয়েছে , ‘প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যাত্রীদের উদ্ধার করার জন্য জোরকদমে উদ্ধারকার্য চলছে৷ চিকিৎসার জন্য উদ্ধার হওয়া যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে৷ ’
advertisement
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ফ্লাইট IX 1344 রানওয়ের একদম শেষ অবধি গড়িয়েই চলছিল, প্রবল বৃষ্টিতে এই ঘটনা ঘটে৷ এরপর প্লেনটি ভ্যালিতে পড়ে যায় আর দু'টুকরো হয়ে যায়৷ দ্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ার ইন্ডিয়ারই একটি অংশ, এবং এদের কাছে শুধু B737-ই আছে৷
advertisement
Air India Express Statement regarding incident involving Air India Express at Kozhikode pic.twitter.com/UPOE0y5TEr
— Air India Express (@FlyWithIX) August 7, 2020
advertisement
As per the flight manifest there were 190 people on flight AXB-1344 including 174 adult passengers,10 infants, 4 cabin crew & 2 pilots. Unfortunately, 16 people have lost their lives. I offer my heartfelt condolences to their next of kin & pray for speedy recovery of the injured.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 7, 2020
advertisement
২৩ মার্চের পর থেকে করোনা অতিমারির জেরে সাধারণ সূচি মেনে দেশের বিমানের পরিচালন ব্যবস্থা বন্ধ রয়েছে৷ ৬ মে -র পর থেকে বিশেষভাবে চালানো হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানগুলি৷ বন্দে ভারত মিশনে মূলত এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানগুলি চলছে৷ বেশ কিছু প্রাইভেট বিমান সংস্থাও এই কাজে নিজেদের বিমান চালিয়েছে৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই গোটা ঘটনায় রহস্য় রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2020 12:40 AM IST