DGCA-Air India: আমেরিকায় যাত্রীদের ফেলে রোহিতদের আনতে বার্বাডোজে গেল বিমান! এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চাইল ডিজিসিএ

Last Updated:

DGCA Seeks Report Related to Air India's Chartered Barbados Flight: এয়ার ইন্ডিয়ার যে বিমান ভারতীয় দলকে আনতে বার্বাডোজ পৌঁছেছিল ৷ সেই বিমানকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিমানসংস্থাকে চিঠি পাঠিয়েছে ডিজিসিএ (DGCA)।

Photo: X
Photo: X
নয়াদিল্লি: অবশেষে বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দিল্লিতে এসে পৌঁছয় টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল ৷ রোহিতরা দেশে পৌঁছতেই শুরু হয়েছে সেলিব্রেশন ৷ অনেকটা বড় যাত্রা করে এলেও জেট ল্যাগ কাটানোর এখনই উপায় নেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পাশাপাশি বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রোহিতদের ৷ তবে এর মধ্যেই যে খবর সামনে এসেছে, তা হল এয়ার ইন্ডিয়ার যে বিমান ভারতীয় দলকে আনতে বার্বাডোজ পৌঁছেছিল ৷ সেই বিমানকে (AIC24WC) কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিমানসংস্থা এয়ার ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে ডিজিসিএ (DGCA)। তাদের দাবি, আমেরিকায় যাত্রীদের অসহায় অবস্থায় ফেলে রেখে ভারতীয় দলকে আনতে ওই বিমানটি বার্বাডোজে পাঠানো হয়েছিল। এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির আসলে আমেরিকার Newark থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ৷
কোন রুটে এল রোহিদের বিমান দেখুনAIC24WC
advertisement
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও দেশেই ভারত থেকে কোনও সরাসরি ফ্লাইটের ব্যবস্থা নেই ৷ তাই এয়ার ইন্ডিয়ার এই 777-200LR বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা তড়িঘড়ি করতে হয় ৷ নেয়ার্ক হল আমেরিকার নিউ জার্সির একটি শহর। বিমানটিকে দিল্লির বদলে পাঠিয়ে দেওয়া হয় বার্বাডোজে। এই বিমানে যে যাত্রীদের ভারতের আসার কথা ছিল, তাঁদের সংস্থার অন্য বিমানে ব্যবস্থা করে দেওয়া হয়। এর ফলে সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েন ৷ এক যাত্রী এক্স হ্যান্ডলে তাদের সমস্যার কথা জানান ৷
advertisement
advertisement
যদিও আগেই বিমানের আসল যাত্রীদের অসুবিধার জন্য তাঁদের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে যাত্রীদের জন্য যে বিকল্প ব্যবস্থা এয়ার ইন্ডিয়া করেছিল, তাতে অধিকাংশ যাত্রীই অসন্তুষ্ট বলে দাবি করা হয়েছে ৷ তাঁদের নেয়ার্ক থেকে সড়কে নিউ ইয়র্কে পৌঁছে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়। এই অব্যবস্থাতে খুশি নয় ডিজিসিএ। যাত্রীদের সঙ্গে কেন এই কাজ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের কাছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
DGCA-Air India: আমেরিকায় যাত্রীদের ফেলে রোহিতদের আনতে বার্বাডোজে গেল বিমান! এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চাইল ডিজিসিএ
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement