Gold smuggler arrested: বিমানে বারবার বললেও কিছুই খাননি যাত্রী, বিমানসেবিকার সন্দেহ হতেই যা ঘটল… জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

Air India flight: ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই ৯৯২ বিমানে। বিমানটি জেদ্দা থেকে দিল্লি যাচ্ছিল। যাত্রাপথে প্রথমে সে্ই ব্যক্তিকে জল খাওয়ার প্রস্তাব দেন বিমানসেবিকা। সেই ব্যক্তি রাজি হননি।

গ্রেফতার বিমানযাত্রী।
গ্রেফতার বিমানযাত্রী।
দিল্লি: বিমানে যাতায়াতের সময় বিমানের বিভিন্ন লোভনীয় খাবার খেতে অনেক যাত্রীই পছন্দ করেন। বারবার অনুরোধ করলেও বিমানের খাবার ছুঁয়ে দেখেন না, এমন যাত্রী খুব কমই আছেন। কিন্তু এমনই এক ঘটনা ঘটল দিল্লিগামী এক বিমানে। শুধু তাই নয়, খাবার না খাওয়ার পরিণতি হল আরও ভয়ানক।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই ৯৯২ বিমানে। বিমানটি জেদ্দা থেকে দিল্লি যাচ্ছিল। যাত্রাপথে প্রথমে সে্ই ব্যক্তিকে জল খাওয়ার প্রস্তাব দেন বিমানসেবিকা। সেই ব্যক্তি রাজি হননি। তার পরে একের পর এক পানীয় সেই ব্যক্তিকে খেতে অনুরোধ করেন বিমানসেবিকা। কিছুতেই রাজি না হওয়ায় সন্দেহ হয় বিমানসেবিকার। সাড়ে পাঁচ ঘণ্টার যাত্রাপথে কিছুই মুখে দেননি সেই যাত্রী। এরপরে ঘটনাটি বিমানের ক্যাপ্টেনকে জানান বিমানসেবিকা। বিমানের ক্যাপ্টেন ঘটনাটি জানার পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন, সতর্ক করে দেওয়া হয় কাস্টমসকেও। এর পরে বিমানটির অবতরণের পরে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
কিন্তু কী এমন ঘটল যে যাত্রীকে গ্রেফতার হতে হল?
ওই যাত্রীকে জেরা করে জানা যায়, তাঁ মলাশয়ে রয়েছে সোনা ভর্তি চারটি ডিম্বাকার ক্যাপসুল। কাস্টমসের জয়েন্ট কমিশনার মনিকা যাদব জানান, মোট চারটি সোনা ভর্তি ক্যাপসুল তাঁর ডিম্বাশয় থেকে উদ্ধার করা হয়েছে, যার ওজন ১০৯৬.৭৬ গ্রাম। ওই পরিমাণ সোনার আনুমানিক বাজারদর ৬৯ লক্ষ টাকার বেশি। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে কাস্টমস আইনের একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Gold smuggler arrested: বিমানে বারবার বললেও কিছুই খাননি যাত্রী, বিমানসেবিকার সন্দেহ হতেই যা ঘটল… জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement