'আম্মাই ছিলেন সব', ঠাকুমার মৃত্যুর খবর পেয়েও হাসপাতালে corona রোগীদের সঙ্গেই থাকলেন AIIMS-এর নার্স
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
দিল্লির এইমস(AIIMS)-এর নার্সিং আধিকারিক রাখি জনেরও সম্প্রতি এমনই বেদনাদায়ক অভিজ্ঞতা হল। ঠাকুমার মৃত্যু সংবাদ পেয়েও যেতে পারলেন না তিনি।
#দিল্লি: করোনাকালে (corona) বদলে গিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। শুধু শারীরিক ক্ষতিই নয়। মানসিক ভাবেও যন্ত্রণা দিতে সক্ষম এই মারণ ভাইরাস। প্রিয়জন মরণাপন্ন জেনেও তার কাছে পৌঁছনও কঠিন হয়ে উঠেছে এই ভাইরাসের জন্যই। দিল্লির এইমস(AIIMS)-এর নার্সিং আধিকারিক রাখি জনেরও সম্প্রতি এমনই বেদনাদায়ক অভিজ্ঞতা হল। ঠাকুমার মৃত্যু সংবাদ পেয়েও যেতে পারলেন না তিনি।
রাখি কেরলের বাসিন্দা। কর্মসূত্রে তিনি দিল্লি নিবাসী। রবিবার পরিবার থেকে ফোন আসে যে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ঠাকুমার। কিন্তু সেই ঠাকুমাকে শেষ বারের মতো চোখের দেখা দেখতে পেলেন না তিনি। রাখি এক সংবাদমাধ্যমের কাছে জানান, ছোট বেলাতেই মৃত্যু হয়েছিল তাঁর মায়ের। তার পর থেকে ঠাকুমার কাছেই বড় হয়েছেন তিনি। মায়ের স্নেহ দিয়ে ঠাকুমাই আগলে রেখেছিলেন। তাই ঠাকুমার মৃত্যুর খবর পেয়ে সেদিনের মতো ছুটি নিয়েছিলেন। কিন্তু শেষ দেখা আর দেখতে পাননি।
advertisement
রাখি বলছেন, এছাড়াও হাসপাতালে প্রচুর করোনা আক্রান্ত রোগী রয়েছেন। তাঁদের ছেড়ে এই সময়ে বাড়ি যাওয়া ঠিক হবে না বলেই মনে করেছেন তিনি। রাখির কথায়, "আমি ঠাকুমাকে আম্মা বলে ডাকতাম। আমার কাছে মায়ের চেয়েও বেশি ছিলেন তিনি। আম্মার মৃত্যুর খবরে আমি ভেঙে পড়ি। আমার নিজেকে অসহায় লাগতে থাকে। অনাথ লাগতে থাকে নিজেকে। আমার স্বামীই সেদিন ছুটি নিয়ে বাড়ি ফিরে যেতে বলল। আমি জানতাম ঠাকুমার শেষকৃত্যে আমি থাকতে পারব না কোভিড বিধির জন্যই। তাছাড়া এখানে অনেক রোগী রয়েছেন। আমি যদি তাঁদের জীবন বাঁচাতে পারি, তা হলে সেটাই আম্মাকে উৎসর্গ করব।"
advertisement
advertisement
রাখি তিরুঅনন্তপুরমের বাসিন্দা এই সময়ে তিনি পরিবার থেকে দূরে রয়েছেন। তিনি বলছেন, "বাড়ি গেলে আমি আরও ভেঙে পড়তাম। এখানে আমাকে প্রয়োজন। তাই আমি নিজের কর্তব্য করে যাব, এটাই ঠিক করলাম। আমার কাকিমা আম্মার শেষকৃত্যের ভিডিও শেয়ার করেছেন আমার সঙ্গে। আমি এখনও দেখিনি। দেখব। আমি এড়িয়ে যাচ্ছি, কারণ আমি মানসিক ভাবে ভেঙে পড়ব। আমায় এখন মানসিক ভাবে সবল থেকে কাজ করতে হবে।"
advertisement
প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা গোটা দেশের। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে। প্রতিদিনই মৃতের সংখ্যাও উদ্বেগ তৈরি করছে.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2021 6:14 PM IST