AIIMS-এর করোনা আক্রান্ত ডাক্তারের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরেও মিলল করোনা!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
দেশের অন্যতম বড় ও নামী সরকারি হাসপাতালের একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের শরীরে মেলে করোনা ভাইরাস৷ তাঁর বয়স ৩০৷ এই নিয়ে দিল্লি শহরে ৭ জন ডাক্তারের শরীরে পাওয়া গেল করোনা৷
#নয়াদিল্লি: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এর যে ডাক্তারের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছিল আজ দুপুরে, সেই ডাক্তারের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরেও করোনা ভাইরাস মিলল৷ AIIMS-এই সন্তানের জন্ম দেবেন ওই মহিলা৷ তাঁকে অবলিম্বে আইসোলেট করা হয়েছে৷ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই সঙ্কটের হয়ে উঠছে৷
#Update: A resident doctor of AIIMS who was tested positive for COVID19 earlier today, his 9 months pregnant wife (a doctor posted at Emergency) has also been tested positive. She has been isolated and her delivery will take place at AIIMS. https://t.co/2e6lZ3NBua
— ANI (@ANI) April 2, 2020
advertisement
advertisement
দেশের অন্যতম বড় ও নামী সরকারি হাসপাতালের একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের শরীরে মেলে করোনা ভাইরাস৷ তাঁর বয়স ৩০৷ এই নিয়ে দিল্লি শহরে ৭ জন ডাক্তারের শরীরে পাওয়া গেল করোনা৷
কী ভাবে ওই ডাক্তারের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ঘটল, তা এখনও জানা যাচ্ছে না৷ এইমস-এর সাইকোলজি ডিপার্টমেন্টের ডাক্তার তিনি৷ তাঁকে নতুন প্রাইভেট ওয়ার্ডে নানা পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে৷ ওই ডাক্তারের পরিবারকেও টেস্টের জন্য কোয়ারেন্টাইন্ড করা হয়েছে৷
advertisement
গোটা দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁতে চলেছে৷ বর্তমানে মোট আক্রান্ত ১৯৬৫ জন৷ মৃত বেড়ে ৫০৷ দেশে করোনা ভাইরাস ছড়াচ্ছে এমন ২০টি হটস্পটকে চিহ্নিত করেছে কেন্দ্র৷
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি বৃহস্পতিবার কেন্দ্রের তীব্র সমালোচনা করে বলেন, 'কোনও রকম পরিকল্পনা না করে হঠাত্ লকডাউন ঘোষণা করে দিয়ে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিককে বিপদে ফেলেছে কেন্দ্র৷ সরকারের উচিত ওঁদের জরুরি প্রয়োজনগুলির দায়িত্ব নেওয়া৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2020 10:09 PM IST