Ahmedabad Plane Crash:চোখে জল, প্রতীক্ষা, কাছের মানুষকে নিতে আসা...আহমেদাবাদ সিভিল হাসপাতালে শুরু বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ হস্তান্তর প্রক্রিয়া
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
স্টেট রিলিফ কমিশনার অলোক পাণ্ডে জানান, ২৩০টা টিম, ২২টি জেলায় গিয়ে নিহতদের পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছে। রবিবার থেকে দেহ হস্তান্তর শুরু হয়েছে
আহমেদাবাদ: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে গুজরাত সরকার। রবিবার আহমেদাবাদ সিভিল হাসপাতালের বাইরে দেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
স্টেট রিলিফ কমিশনার অলোক পাণ্ডে জানান, ২৩০টা টিম, ২২টি জেলায় গিয়ে নিহতদের পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছে। রবিবার থেকে দেহ হস্তান্তর শুরু হয়েছে। তৎক্ষণাৎ ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পরিবারের যে সদস্য ডিএনএ নমুনা দিয়েছেন, তাঁকেই দেহ হস্তান্তরের সময় আসতে বলা হচ্ছে। ইতিমধ্যেই ২৪টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিদেশ থেকে ৩টি পরিবার আসার কথা। সোম কিংবা মঙ্গলবার তাঁরা আসবেন।
advertisement
পুলিশের তরফে জানানো হয়েছে, হাসপাতাল চত্বরে ৬-৭ জন আইএপিএস অফিসার এবং ৫০০ জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে। মৃতদেহর সঙ্গে পাইলট দেওয়া হয়েছে। ২৪ টি দেহ হস্তান্তর করা হয়েছে। ৪৪টি পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।
advertisement
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪-এ। যদিও এখনও এ বিষয়ে সরকারি কোনও পরিসংখ্যান মেলেনি। বিমানে ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতে গুজরাত পুলিশের তরফে ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বেড়েছে। বিমানের ধ্বংসস্থল থেকে আরও দেহ এবং দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত অন্তত ২৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 6:22 PM IST