Namaste Trump: ২২ কিমি রোড শো, স্টেডিয়ামে ১ লাখ লোক, সুরক্ষায় মোতায়েন ১০ হাজার জওয়ান, ট্রাম্পকে স্বাগত জানাতে যা যা করবে আহমেদাবাদ

Last Updated:

এয়ার ফোর্স ওয়ানের অপেক্ষায় কাউন্টডাউন চলছে আহমেদাবাদ বিমানবন্দরে। ৩৬ ঘণ্টার সফরে কাল প্রথমবার ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

#নয়াদিল্লি: আসছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানের অপেক্ষায় কাউন্টডাউন চলছে আহমেদাবাদ বিমানবন্দরে। ৩৬ ঘণ্টার সফরে কাল প্রথমবার ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রেসিডেন্ট হিসেবে সোমবারই প্রথমবার ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সোম ও মঙ্গলবার, দু’দিনে ছত্রিশ ঘণ্টা ভারতে থাকবেন। সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরের মাটি ছোঁবে এয়ার ফোর্স ওয়ান। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-সহ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন আরও ১২ জন ।
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরেই দেওয়া হবে গার্ড অফ অনার। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার  রোড শোয়ে একসঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট। সুরক্ষায় মোতায়েন ১০ হাজার জওয়ান ৷এর মধ্যেই বেলা সোয়া ১২টায় সবরমতী আশ্রমে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। গান্ধিজির আশ্রমে থাকবেন দশ মিনিট।
advertisement
advertisement
দুপুর একটা পাঁচ মিনিটে, ট্রাম্পের হাতে নতুন ভাবে উন্মোচিত হবে মোতেরা স্টেডিয়াম। এক লাখ দশ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে হবে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান। বিকেল পৌনে পাঁচটায়, তাজমহল দেখতে আগ্রা যাবেন ডোনাল্ড ট্রাম্প। আগরায় তাঁকে স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিকেল সাড়ে পাঁচটায় মেলানিয়াকে নিয়ে তাজমহল দেখবেন ট্রাম্প। সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লিতে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাইভেট ডিনারে শেষ হবে তাঁর ভারত সফরের প্রথম দিন।
advertisement
ভারত সফরে এসে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে উঠবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে আপ্যায়নের অপেক্ষায় ৪৮০০ বর্গফুটের ‘চাণক্য স্যুইট’। তৈরি হচ্ছে ‘ট্রাম্প প্ল্যাটার’ও ৷ এমনিতে গত চল্লিশ বছর ধরে আইটিসি মৌর্যের ‘বুখারা’ রেস্তোরাঁর মেনুতে কোনও অদলবদল হয়নি। তবে ট্রাম্পের জন্য বিশেষ মেনু তৈরি করছেন রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ।
দিল্লির আইটিসি মৌর্য। রাজধানীতে আসা বিদেশি অতিথিদের প্রথম পছন্দের হোটেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপ্যায়নের দায়িত্বও চাণক্যপুরীর এই বিলাসবহুল হোটেলের হাতে। ট্রাম্পকে স্বাগত জানাতে আরও সেজে উঠেছে আইটিসি মৌর্য। ভারতীয় ঐতিহ্য মেনে লবিতে আঁকা হচ্ছে আল্পনা। লবির সাজসজ্জায় ব্যবহার করা হচ্ছে হাতির মূর্তি ও ছবি। যা ট্রাম্পের দল রিপাবলিকানের ম্যাসকটও।
advertisement
হোটেলের ১৪ তলায় ট্রাম্পের জন্য অপেক্ষা করে রয়েছে ৪৬০০ বর্গ ফুটের  ‘চাণক্য স্যুইট’। যার এক রাতের ভাড়াই আট লক্ষ টাকা। এই স্যুটে রয়েছে দু’টি বেডরুম, নিজস্ব রিসেপশন এরিয়া, বিলাসবহুল লিভিং রুম। রয়েছে সিল্ক প্যানেলের দেওয়াল, কালো কাঠের মেঝে। ট্রাম্প দম্পতির ছবির কোলাজ সাজানো থাকবে চাণক্য স্যুইটের দেওয়ালে। এছাড়ও রয়েছে ১২ আসনের ডাইনিং রুম, অত্যাধুনিক স্পা ও জিম। রাজধানীর দূষণ মোকাবিলায় গোটা হোটেলেই রয়েছে বিশেষ ব্যবস্থা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Namaste Trump: ২২ কিমি রোড শো, স্টেডিয়ামে ১ লাখ লোক, সুরক্ষায় মোতায়েন ১০ হাজার জওয়ান, ট্রাম্পকে স্বাগত জানাতে যা যা করবে আহমেদাবাদ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement