Ahmed Patel Son on Rahul Gandhi: 'রাহুল-প্রিয়াঙ্কা অযোগ্য, সরে দাঁড়ানো উচিত!' বিহারে কংগ্রেসের ভরাডুবির পর বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল

Last Updated:

বিহার নির্বাচনে সাম্প্রতিক কালে অন্যতম খারাপ ফল করেছে কংগ্রেস৷ বিহারে মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে শতাব্দী প্রাচীন এই দল৷

গান্ধিদের নিয়ে বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল গান্ধি৷
গান্ধিদের নিয়ে বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল গান্ধি৷
রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির দলীয় নেতৃত্বের জায়গা থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবি করলেন কংগ্রেস নেতা ফয়জল প্যাটেল৷ যাঁর আরও একটি পরিচয় তিনি প্রয়াত কংগ্রেস নেতা এবং গান্ধিদের একদা ঘনিষ্ঠ আহমেদ প্যাটেলের ছেলে৷ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধিকে সরাসরি অযোগ্য বলে বিহার বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্য তাঁদেরই দায়ী করেছেন ফয়জল৷ তিনি দাবি করেছেন, শশী থারুর অথবা অন্য কোনও যোগ্য নেতাদের হাতেই দলের নেতৃত্বের ভার দেওয়া উচিত৷
আহমেদ প্যাটেল কংগ্রেসের অন্দরে গান্ধিদের অন্যতম আস্থাভাজন এবং ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন৷ সোনিয়া গান্ধির রাজনৈতিক পরামর্শদাতাও ছিলেন তিনি৷ কংগ্রেসের ক্রাইসিস ম্যান হিসেবেও পরিচিত ছিলেন আহমেদ প্যাটেল৷ সোনিয়া গান্ধি কংগ্রেস সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন ২০২০ সালে প্রয়াত এই নেতা৷
বিহার নির্বাচনে সাম্প্রতিক কালে অন্যতম খারাপ ফল করেছে কংগ্রেস৷ বিহারে মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে শতাব্দী প্রাচীন এই দল৷ যদিও বিহারে দলের এই বিপর্যয়ের পরেও ভোট প্রক্রিয়ায় কারচুপির দিকেই ইঙ্গিত করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তিনি বলেন, যে নির্বাচন শুরু থেকেই স্বচ্ছ ছিল না, সেখানে আমরা ভাল ফল করতে ব্যর্থ হয়েছি৷
advertisement
advertisement
যদিও রাহুল গান্ধির এই মতের সঙ্গে সহমত হননি ফয়জল৷ তিনি বলেন, বিরোধী শিবিরের উদ্দেশ্যই ভেস্তে দেওয়ার জন্য গান্ধিদের এবার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিত৷ বিরোধী রাজনীতিতেও বিকল্পের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন ফয়জল৷
ফয়জল খোলাখুলি স্বীকার করে নিয়েছেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের যোগাযোগ রয়েছে৷ বিজেপি-র কর্মসংস্কৃতি এবং তাদের পরিশ্রমী কর্মীদেরও ভূয়সী প্রশংসা করেছেন ফয়জল৷ তিনি যে বিজেপি-তে যোগ দিতে পারেন, সেই ইঙ্গিতও দেন আহমেদ প্যাটেলের পুত্র৷
advertisement
গত অগাস্ট মাসেই সিএনএন নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ ধরা পড়েছিল ফয়জলের গলায়৷ তিনি অভিযোগ করেছিলেন, ঘনিষ্ঠ কয়েকজন তাঁবেদার নেতা এবং পরামর্শদাতার কথাই শোনে দলীয় নেতৃত্ব৷ এই তাঁবেদারদের জন্যই দলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন ফয়জল৷ তিনি অভিযোগ করেছিলেন, এই পরামর্শদাতারা রাহুল গান্ধিকে যেভাবে বুঝিয়েছেন তাতে দলের প্রকৃত বিশ্বস্ত এবং অভিজ্ঞ নেতারা দূরে সরে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও ভূয়সী প্রশংসা করেন ফয়জল৷ দেশ নিরাপদ হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmed Patel Son on Rahul Gandhi: 'রাহুল-প্রিয়াঙ্কা অযোগ্য, সরে দাঁড়ানো উচিত!' বিহারে কংগ্রেসের ভরাডুবির পর বিস্ফোরক আহমেদ প্যাটেল পুত্র ফয়জল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement