#কাঠমাণ্ডু: কর্ণাটক নির্বাচনের ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের নেপাল সফরে কাঠমাণ্ডু পৌঁছলেন ৷ প্রসিদ্ধ রাম-জানকি মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেছেন ৷ সূত্রের খবর দু'দিনের এই নেপাল সফরের প্রথম দিনে রাম-সীতার জন্মস্থান অযোধ্যা-জনকপুর রুটে বাসের উদ্বোধন করেছেন ৷
আরও পড়ুন : ৮ লক্ষ ৬৪ হাজার টাকা বিদ্য়ুতের বিল ! আতঙ্কে আত্মহত্যা সবজি বিক্রেতার
শনিবার কর্ণাটক নির্বাচনের দিন মুক্তিনাথ ও পশুপতিনাথ মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী, সরাসরি টেলিভশনে সম্প্রচার দেখা যাবে ৷
আরও পড়ুন : কর্ণাটকে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে দল, দাবি অমিত শাহের
গুজরাত নির্বাচনের দিন প্রধানমন্ত্রী পুলিশ বুথের বাইরে রোড শো সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল ৷ রাজনৈতিক মহল মনে করছে এটি নির্বাচনের দিন প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার কৌশল মাত্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Kathmandu, Narendra Modi, Nepal, Prime Minister