বিদেশে যাবেন ডাক্তারি পড়তে, ভারতের পাসপোর্ট চান আফজল গুরুর ছেলে
Last Updated:
গালিবের স্বপ্ন, তিনি ডাক্তারি পড়তে বিদেশ যাবেন৷ তিনি জানিয়েচেন, তুরস্কে ডাক্তারি পড়তে যেতে চান তিনি, কিন্তু তাঁর কাছে পাসপোর্ট নেই৷
#নয়াদিল্লি: সংসদে জঙ্গি হামলার মূলচক্রী আফজল গুরুর ছেলে গালিব গুরু ভারতের পাসপোর্টের অনুরোধ করলেন৷ গালিবের আধার কার্ড রয়েছে৷ তাঁর বক্তব্য, তিনি গর্বিত ভারতীয়৷ তাই ভারতের পাসপোর্ট চান তিনি৷ গালিবের স্বপ্ন, তিনি ডাক্তারি পড়তে বিদেশ যাবেন৷ তিনি জানিয়েচেন, তুরস্কে ডাক্তারি পড়তে যেতে চান তিনি, কিন্তু তাঁর কাছে পাসপোর্ট নেই৷
১৮ বছরের গালিব বাস করেন জম্মু-কাশ্মীরের বারামুলায়৷ ডাক্তারি পড়ার জন্য আন্তর্জাতিক স্কলারশিপ পেতে পাসপোর্ট প্রয়োজন৷ গালিবের কথায়, 'আমার পাসপোর্ট পাওয়া উচিত৷ আমার কাছে আধার কার্ড আছে৷ পাসপোর্ট পেয়ে গেলে, আমি আন্তর্জাতিক স্কলারশিপ পেতে পারি৷ আমি যদি এখানে সুযোগ না-পাই, তা হলে বিদেশ যাবো৷ তুরস্কে একটি কলেজ সম্ভবত আমায় স্কলারশিপ দেবে৷'
advertisement
আফজল গুরুর ফাঁসি হয়ে গিয়েছে ২০১৩ সালে৷ আফজল গুরুর ছেলে গালিব দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দারুণ ফল করেছে৷ ৮৮ শতাংশ নম্বর পেয়ে পাস করেন গালিব আফজল গুরু। ৫০০-র মধ্যে ৪৪১। ২০১৬ সালে দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফল করে সকলের নজর কাড়ে গালিব। সে বার ৯৫ শতাংশ নম্বর পেয়ে জম্মু-কাশ্মীরে ১৯তম স্থান অধিকার করেছিল সে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2019 4:37 PM IST