দ্বাদশ শ্রেনিতে ৮৮ শতাংশ নম্বর ! সাফল্যের নজির গড়ল মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি আফজাল গুরুর ছেলে

Last Updated:

vদ্বাদশ শ্রেণির পরীক্ষায় দূর্দান্ত ফল করলেন সংসদ হামলার মূল অভিযুক্ত আফজাল গুরুর ছেলে ৷ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন’-এর ফল।

#শ্রীনগর: দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দূর্দান্ত ফল করলেন সংসদ হামলার মূল অভিযুক্ত আফজাল গুরুর ছেলে ৷ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন’-এর  ফল। আর এর মধ্যে সকলের নজর কেড়েছে যিনি তিনি হলেন গালিব গুরু ৷ সাফল্যের নজির সৃষ্টি করেছে সংসদ হামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি আফজাল গুরুর ছেলে । এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষুদে পড়ুয়াকে ঘিরে প্রশংসার ঢেউ উঠেছে।
গালিব দ্বাদশ শ্রেনিতে ৮৮ শতাংশ পেয়েছেন ৷ নভেম্বর মাসে হওয়া বোর্ড পরীক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫,১৬৩। এই পরীক্ষায় ছেলেদের পাশের হার ৫৮.৯২ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৬৮.৩১ শতাংশ।
দশম শ্রেণির পরীক্ষাতেও ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছিল গালিব ৷ এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল ৷ দ্বাদশ শ্রেণিতে ৫০০-র মধ্যে ৪৪১ নম্বর পেয়েছে গালিব ৷
advertisement
advertisement
২০১৩-য় মৃত্যুদণ্ড কার্যকর করে আফজলকে ফাঁসি দেওয়া হয়। সেই সময় গালিবের বয়স মাত্র দু’বছর ছিল ৷ পরীক্ষার ফল বেরতেই সোপোরে তাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছে প্রতিবেশী ও বন্ধুরা ৷ বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র সারাহ হায়াত ট্যুইটে গালিবকে অভিনন্দন জানিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দ্বাদশ শ্রেনিতে ৮৮ শতাংশ নম্বর ! সাফল্যের নজির গড়ল মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি আফজাল গুরুর ছেলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement