#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের সময়ে হলুদ শাড়ি পড়ে ঘরে বাইরে ঝড় তুলেছিলেন এক নির্বাচনী আধিকারিক ৷ সুন্দর হাসিতে ঘায়েল করেছিলেন বহু মানুষকে ৷ তিনি ফের চর্চায় তাঁর নতুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তেই ৷ ভোট মেটার পরেও সেই রীণা দিবেদীকে আলোচনা ফের তিনি সবার নজরে এসেছেন একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে ভাইরাল হয়েছিলেন ৷
একটি জনপ্রিয় হিন্দি গানে ফাটিয়ে নেচেছেন ৷ এই গানে হরিয়ানার নৃত্যশিল্পী সপ্না চৌধুরিকে কপি করে তাঁর মতই নেচেছেন ৷ স্বপ্না চৌধুরির বিখ্যাত গান তেরি আঁখকা কাজল ৷ ডিপ সবুজ রঙের শাড়িতে নেচে ফাটিয়েছেন ৷
তবে তাঁর সৌন্দর্য বা নাচের ভিত্তিতে বলা যেতে পারে যে কোনও বলিউডি নায়িকার থেকে কোনও অংশে কম যায়নি ৷ ডান্সিং আঙ্কল ওরফে সঞ্জীব শ্রীবাস্তব বেশ পরিচিত হয়েছেন ৷