হোম /খবর /দেশ /
সহবাসে উৎসাহ নেই! বিয়ের তিন বছর পরে উদ্ধার চরম সত্য, স্বামী অন্য পুরুষে আসক্ত

সহবাসে উৎসাহ নেই! বিয়ের তিন বছর পরে স্ত্রীর উদ্ধার চরম সত্য, স্বামী অন্য পুরুষে আসক্ত

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

এমন ঘটনা যা তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া

  • Last Updated :
  • Share this:

#সুরাত: এমন এক ঘটনা যা সত্যি সত্যি বাকরুদ্ধ করে তোলে ৷ বিয়ের তিন বছর পরে স্ত্রী বুঝতে পারেন স্বামী অন্য পুরুষে আসক্ত ৷ অর্থাৎ স্বামী সমকামী ৷ কোনও ভাবেই মেনে নিতে পারছেন না স্ত্রী যে স্বামী সত্যি সত্যি হাল ছেড়ে দিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন এই পরিস্থিতি থেকে যাতে তিনি মুক্তি পান ৷

ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে ৷ ২০১৭ সালে সুরাতের যুবতীর সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ মেয়ের বাবার অর্থিক অবস্থা খুব একটা ভাল ছিলনা ৷ ফলত বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে একদিন কাটানোর পরেই মেয়েকে নানান নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে ৷ স্বামী বারেবারে স্ত্রীর সঙ্গে শুতে অস্বীকার করতেন স্ত্রীর বদলে মায়ের সঙ্গে শুতে যেতেন ৷ এরপর ক্রমেই সন্দেহ দানা বাঁধতে থাকে স্বামীর মোবাইল ফোন হাতে আসতেই স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ে হোয়াটসঅ্যাপে চরম সত্য উৎঘাটিত হয় স্ত্রী জানতে পারেন স্বামী অন্য পুরুষের প্রতি আসক্ত ৷

স্ত্রীর দাবি ক্রমাগত স্বামী চাপ দিচ্ছেন টাকার জন্য ৷ শ্বশুরবাড়ি টাকা আনার জন্য কিন্তু আসল ঘটনায় সমস্ত হিসাব উল্টেপাল্টে গিয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Surat