দেশে আর্থিক স্বচ্ছতা অভিযান চলছে : মোদি
Last Updated:
আইসিএআইয়ের প্রতিষ্ঠা দিবসে বিপুল জন সমাগমের সামনে জিএসটি-র রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
#নয়াদিল্লি: আইসিএআইয়ের প্রতিষ্ঠা দিবসে বিপুল জন সমাগমের সামনে জিএসটি-র রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জিএসটি রূপায়ণে কীভাবে দেশের উন্নতি করবে সেই নিয়ে ব্যাখ্যা দিলেন মোদি ৷ তিনি বলেন, জিএসটির মাধ্যমে নতুন ভারতের সূচনা হবে ৷ এটাই বিশ্বের বৃহত্তম আর্থিক সংস্কার ৷ প্রত্যেকের সাহায্যেই এই সাফল্য এসেছে ৷
জিএসটি তিনি জানান এর জন্য সরকার ৩ বছর অপেক্ষা করেছে ৷ চুরির প্রবনতা বন্ধ করতে হবে ৷ বিদেশে গচ্ছিত কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ নোট বাতিল করে কালো টাকার মোকাবিলা করতে অনেকটাই সফল হয়েছে দেশ ৷ সুইস ব্যাঙ্কে টাকা জমার পরিমান ৪৫% কমেছে ৷
এদিন প্রধানমন্ত্রী আরও জানান, ‘দেশে আর্থিক স্বচ্ছতা অভিযান চলছে ৷ ৩ লক্ষেরও বেশি কোম্পানির লেনদেন সন্দেহজনক ৷ ১ লক্ষ ভুয়ো কোম্পানি বন্ধ হয়েছে ৷ ৪৭ হাজার ভুয়ো কোম্পানির খোঁজ মিলেছে ৷’
advertisement
advertisement
‘এখন থেকে ট্যাক্স চুরির হিম্মত কেউ করবে ন ৷ ৩২ লক্ষ মানুষ ১০ লক্ষ টাকা আয় করে! ভারতের মতন বিশাল দেশে এত কম লোক আয় করে ৷ এর থেকেই বোঝা যায় ট্যাক্স ফাঁকি দেওয়া চলছে ৷ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের রোড ম্যাপ এখন প্রস্তুতি শুরু করুন’, বলে জানানলে মোদি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2017 8:43 PM IST