#নয়াদিল্লি: হোয়াটস অ্যাপ, এসএমএস বা গুগল হ্যাঙ-আউটের উপর নজরদারি করবে না সরকার। দেশজোড়া চাপের মুখে পড়ে মঙ্গলবার এ কথা জানিয়ে দিল ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তাদের বক্তব্য, নয়া ন্যাশনাল এনক্রিপশন পলিসির আওতার বাইরে রাখা হবে সোশ্যাল মিডিয়াকে। পলিসির প্রথম খসড়া মোতাবেক সুপারিশ করা হয়েছিল, ৯০ দিন পর্যন্ত ডিলিট করা যাবে না হোয়াটসঅ্যাপ-এর মত মেসেজিং পরিষেবার চ্যাট।
সূত্রের খবর, দেশজোড়া প্রবল সমালোচনার মুখে পড়ে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারকে নয়া ন্যাশনাল এনক্রিপশন পলিসির খসড়ার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নজরদারি করা হবে ইন্টারনেট ব্যাঙ্কিং ও পেমেন্টের উপর। ব্যক্তি স্বাধীনতার বিষয়টি কী করে সরকার হস্তক্ষেপ করতে পারে, এই অভিযোগে সোমবার থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা সোশ্যাল মিডিয়া। ট্যুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে #ModiDontReadMySMS । তারপরেই নিজেদের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।