এক দিনেই পিছু হটল কেন্দ্র, উঠে গেল নেট নজরদারি

Last Updated:

হোয়াটস অ্যাপ, এসএমএস বা গুগল হ্যাঙ-আউটের উপর নজরদারি করবে না সরকার। দেশজোড়া চাপের মুখে পড়ে মঙ্গলবার এ কথা জানিয়ে দিল ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।

#নয়াদিল্লি: হোয়াটস অ্যাপ, এসএমএস বা গুগল হ্যাঙ-আউটের উপর নজরদারি করবে না সরকার। দেশজোড়া চাপের মুখে পড়ে মঙ্গলবার এ কথা জানিয়ে দিল ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তাদের বক্তব্য, নয়া ন্যাশনাল এনক্রিপশন পলিসির আওতার বাইরে রাখা হবে সোশ্যাল মিডিয়াকে। পলিসির প্রথম খসড়া মোতাবেক সুপারিশ করা হয়েছিল, ৯০ দিন পর্যন্ত ডিলিট করা যাবে না হোয়াটসঅ্যাপ-এর মত মেসেজিং পরিষেবার চ্যাট।
সূত্রের খবর, দেশজোড়া প্রবল সমালোচনার মুখে পড়ে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারকে নয়া ন্যাশনাল এনক্রিপশন পলিসির খসড়ার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নজরদারি করা হবে ইন্টারনেট ব্যাঙ্কিং ও পেমেন্টের উপর। ব্যক্তি স্বাধীনতার বিষয়টি কী করে সরকার হস্তক্ষেপ করতে পারে, এই অভিযোগে সোমবার থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা সোশ্যাল মিডিয়া। ট্যুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে #ModiDontReadMySMS । তারপরেই নিজেদের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক দিনেই পিছু হটল কেন্দ্র, উঠে গেল নেট নজরদারি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement