নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আলাদা গুরুত্ব পেলেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, ফাইল ছবি ৷
এইমাত্র দিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারের নীতি আয়োগের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছেন মমতা ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে একই লাঞ্চ টেবিলে মমতা, চন্দ্রবাবু নাইডু ও শিবারাজ চৌহান ৷
#নয়াদিল্লি: এইমাত্র দিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারের নীতি আয়োগের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছেন মমতা ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে একই লাঞ্চ টেবিলে মমতা, চন্দ্রবাবু নাইডু ও শিবারাজ চৌহান ৷
বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বৈঠকে মূলত রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছেন তিনি ৷ অর্থিক অনুদান, ঋণ মুকুব, বরাদ্দ অর্থ দ্রুততার সঙ্গে পাওয়ার জন্য দরবার করেছেন ৷ এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কেন্দ্রীয় অর্থের জন্য যে আটকে আছে সেই দিকেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়েছেন তিনি ৷
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরাজ্যপালের বাড়ির বাইরে ধর্নায় সরগরম রাজধানী ৷ বেশ কয়েক দফা দাবি নিয়ে উফরাজ্যপালের অফিসের সামনেও ধর্নায় বসেছেন সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোরিয়াও আছেন ৷ সেই ধর্নার রেশ পড়েছে প্রধানমন্ত্রীর আবাস পর্যন্তও ৷
দিল্লির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ তবে নেতৃত্বে ছিলেন মমতাই ৷ অরবিন্দ কেজরিওয়ালের সমস্যার দ্রুত সমাধানের আর্জিও জানিয়ে এসেছেন ৷
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দিল্লির সমস্যা নিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি মমতার