সীমান্তে ভারতীয় সেনার ছোঁড়া গোলায় মৃত্যু ৯ পাকিস্তানির !

Last Updated:

এদিন একটি প্যাসেঞ্জার বাসে ভারতীয় সেনার রকেটের আঘাতে মৃত্যু হয়েছে ৯ পাকিস্তানি বাসিন্দার বলে একটি রিপোর্টে জানানো হয়েছে ৷

#শ্রীনগর: লাইন অফ কন্ট্রোল এখন অশান্ত ৷ একজনের অঙ্গচ্ছেদ এবং আরও দু’জন ভারতীয় জওয়ানকে পাক সেনার হত্যা করার ঘটনার পর এবার আরও উত্তপ্ত হয়েছে সীমান্ত পরিস্থিতি ৷ ভারতীয় সেনা যে এবার আর ছেড়ে কথা বলবে না সেটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। মারাত্মক আঘাত হানার নির্দেশও দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। লাইন ্অফ কন্ট্রোল থেকে বুধবার ভারতীয় সেনার একের পর এক বুলেটের জবাবে পাক অধিকৃত কাশ্মীরে  অন্তত ৯ পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে পাক সেনা সূত্রে খবর ৷
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ২০০৩-এর পর এই প্রথম সীমান্তে এত কড়া জবাব দিচ্ছে ভারত। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে গোলাগুলি ছুঁড়তে মর্টার এবং আর্টিলারি বন্দুক ব্যবহার করা হচ্ছে । নীলম ভ্যালি, কেল এবং কেরানের মতো এলওসি-র বিভিন্ন সেক্টরে এখন জোর গোলাগুলি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ৷ সেখানেই বুধবার একটি প্যাসেঞ্জার বাসে ভারতীয় সেনার রকেটের আঘাতে মৃত্যু হয়েছে অন্তত ৯ পাকিস্তানি বাসিন্দার বলে একটি রিপোর্টে জানানো হয়েছে ৷ এই ঘটনায় আহতের সংখ্যাও  ১১ ৷
advertisement
পাকিস্তানের সংবাদপত্র ডনকে নিলম ভ্যালির সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জামিল মীর জানিয়েছেন, ‘‘ ভারতীয় সেনারা সীমান্তবর্তী শহর লাওয়াতে একটি প্যাসেঞ্জার বাস লক্ষ্য করে ছোট ও বড় গোলা ছোঁড়ে ৷ তাতে মৃত্যু হয় বাসের ৯ যাত্রীর এবং ১১ জন এই ঘটনায় জখম হয়েছেন ৷ ’’
advertisement
ইসলামাবাদ থেকে ৯০ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত লাওয়াত শহর ৷ সেখানে ভারতীয় সেনার ছোঁড়া গোলায় যে ন’জন পাক বাসিন্দার মৃত্যু হয়েছে তাতে চার জনের দেহ পৌঁছেছে আথমুকাম হাসপাতালে  ৷ বাকি ৫ জনের দেহ এখনও ঘটনাস্থলেই রয়েছে এবং জখম ১১ জনের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন এসপি মীর ৷ তিনি আরও জানান, আজ ভোর ৩টে থেকেই নীলম ভ্যালিতে ভারতীয় সেনার শেলিং শুরু হলেও সকালের দিকে তা আরও ভয়ঙ্কর আকার নেয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে ভারতীয় সেনার ছোঁড়া গোলায় মৃত্যু ৯ পাকিস্তানির !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement