কারগিল যুদ্ধে কামাল করেছিল Mountain Force, চিনকে মোক্ষম জবাব দিতে লাদাখ সীমান্তে হল মোতায়েন

Last Updated:

দারুণ শক্তিশালী ভারতের এই বিশেষ সৈন্যদল

#নয়াদিল্লি:  গালওয়ান ঘাঁটিতে ভারতের ২০ জন সৈনিক শহিদ হয়েছেন ৷ দুই দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করা রয়েছে ৷ এরইমধ্যে ৩৪৮৮ কিলোমিটার LAC তে মাউন্টেন ফোর্স মোতায়েন করা হয়েছে৷ এই সৈন্যবল বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, যাঁরা পাহাড়ের উচ্চতা থেকে সবদিকে নজর রাখে ৷ জানা যাচ্ছে, চিনা প্রতিপক্ষকে কড়া জবাব দিতে এঁদের মোতায়েন করা হয়েছে ৷
মাউন্টেন ফোর্সের শক্তি কী?
এই মাউন্টেন ফোর্সের সেনারা গেরিলা যুদ্ধে সিদ্ধহস্ত ৷ কঠিন পরিস্থিতিতে এঁরা প্রতিপক্ষকে মোক্ষম জবাব দিতে পারে ৷ পাহাড়ে লড়াই করার জন্য এঁদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় ৷ কয়েকদিন আগে চিনের বিশেষজ্ঞ জানিয়েছিলেন, ভারতের মাউন্টেন ফোর্স  অত্যন্ত দক্ষ ৷ আর তাঁদের দক্ষতার নিরিখে আমেরিকা ও রাশিয়ার সেনাদের থেকেও এগিয়ে রেখেছিলেন ৷ কারণ এঁরা পাহাড়ে যুদ্ধ চালানোর জন্যেই প্রশিক্ষণ পান ৷ ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় মাউন্টেন ফোর্স পাকিস্তানের সেনাদের আক্রমণের মোক্ষম জবাব দিয়েছিল ৷
advertisement
সঠিক নিশানা লক্ষ্য করে হামালা চালায়
একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মাউন্টেন ফোর্স প্রকৃত নিশানা লক্ষ্য করে সফল হামলা চালাতে পারে ৷ এই ফোর্স উত্তরাখণ্ড, লাদাখ, অরুণাচল প্রদেশ, আর সিকিমে বলবৎ থাকে ৷ চিনের সঙ্গে সীমান্তের কিছুটা অঞ্চল সমতল ৷ তবে বেশ কিছু এলাকায় দুর্গম পাহাড়ি চেকপোস্ট রয়েছে ৷ এর জন্য যে কোনও সেনা সহজে যে কোনও দিকে ঢুকে যেতে পারে না ৷ কিন্তু মাউন্টেন ফোর্স খুব ভাল ভাবে এই চেকপোস্টগুলি সামলাতে পারে ৷
advertisement
advertisement
সীমান্তে উত্তেজনা
গালওয়ান উপত্যকায় ভারত ও চিন মুখোমুখি সংঘাতের পর চিনের পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যদিও তিব্বত সীমান্তে লাগাতার চিনা সেনা যুদ্ধের প্রস্তুতি শানাচ্ছে ৷ এরইমধ্যে ভারতের ডিফেন্স এক্সপার্ট এসপি সিনহা জানিয়েছেন, এই উত্তেজনা এত সহজে নিষ্পত্তি হওয়ার নয় ৷ চিন ভারতের প্রত্যুত্তরকে ভয় পাচ্ছে ৷ আর তাই লাদাখ সীমান্তেও সেনা বাড়ানো হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কারগিল যুদ্ধে কামাল করেছিল Mountain Force, চিনকে মোক্ষম জবাব দিতে লাদাখ সীমান্তে হল মোতায়েন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement