'ফণী'র প্রভাবে ওড়িশায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, ১ কোটি ৪৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত
Last Updated:
#ওড়িশা: শনিবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'ফণী'। ওড়িশা উপকূলে গোপালপুর-চাঁদবালির মাঝে ফণী আছড়ে পড়ে। পুরীতেও ভয়ানক তাণ্ডব চালায় 'ফণী'। সমুদ্র উপকুলবর্তী এলাকাতেই 'ফণী' সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি চালায়। এই ঝড় সেভাবে পশ্চিমবঙ্গে ঢোকেনি। ছুঁয়ে চলে গিয়েছে বাংলা দেশে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকুলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি করে কিছুটা। তবে ভারতের ওড়িশাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।
এই ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলেছে ওড়িশাতে। 'ফণী' চলে গিয়ে আবারও তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই হলেও এখনও এর ক্ষয়ের কবল থেকে মুক্তি পায়নি ওড়িশা। এখনও পর্যন্ত 'ফণী'তে ওড়িশায় মৃতের সংখ্যা ৩৭। দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনও পর্যন্ত। প্রায় ৬ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয় মেটাতে অনেকটাই সময় লাগবে ওড়িশার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2019 11:56 PM IST