Amarnath Yatra: অমরনাথ যাত্রার পথে হড়পা বান প্রভাবিত এলাকা চিহ্নিত, বিমানপথে উদ্ধারকাজ শুরু
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বান প্রভাবিত এলাকায় বিশেষ ব্যবস্থা নিতে তৈরি হচ্ছে প্রশাসন। বার বার বর্ষাকালে মেঘ ভাঙা বৃষ্টিও হড়পা বানের ফলে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই পরিস্থিতি এড়াতেই এ বার বিশেষ করে এলাকা চিহ্নিত করার কাজ শুরু করছে প্রশাসন। অমরনাথ যাত্রার পথে হড়পা বান ও শ্যুটিং পয়েন্ট চিহ্নিত করে তীর্থযাত্রীদের সতর্ক করার চেষ্টা চলছে। পাশাপাশি, শনিবার সকালে হড়পা বানের প্রভাবে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে বায়ুসেনা। শনিবার প্রথম দফায় দুই আহতকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2022 12:56 PM IST