#নয়াদিল্লি: মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বান প্রভাবিত এলাকায় বিশেষ ব্যবস্থা নিতে তৈরি হচ্ছে প্রশাসন। বার বার বর্ষাকালে মেঘ ভাঙা বৃষ্টিও হড়পা বানের ফলে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই পরিস্থিতি এড়াতেই এ বার বিশেষ করে এলাকা চিহ্নিত করার কাজ শুরু করছে প্রশাসন। অমরনাথ যাত্রার পথে হড়পা বান ও শ্যুটিং পয়েন্ট চিহ্নিত করে তীর্থযাত্রীদের সতর্ক করার চেষ্টা চলছে। পাশাপাশি, শনিবার সকালে হড়পা বানের প্রভাবে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে বায়ুসেনা। শনিবার প্রথম দফায় দুই আহতকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amarnath