আধার চ্যালেঞ্জ: এবার ট্রাই সভাপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১টাকা জমা করল হ্যাকারবাহিনী

Last Updated:

আধার চ্যালেঞ্জ: এবার ট্রাই সভাপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১টাকা জমা করল হ্যাকারবাহিনী

#নয়াদিল্লি: ২৮জুলাই নিজের আধার নম্বর ট্যুইট করে সেটি অপব্যবহার করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন ট্রাই সভাপতি আরএস শর্মা । সঙ্গে সঙ্গেই উত্তাল হয় গোটা ট্যুইটার । ট্রোল ও হ্যাকার বাহিনীও যথাসময়ে তাঁদের কাজ করেছে । একদিকে তাঁকে নিয়ে নানারকম রসিকতায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে হ্যাকাররাও দাবি করে শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তাঁরা জেনে গিয়েছেন । এবার আরও একধাপ এগিয়ে গিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১টাকা জমাও করে দিয়েছে এই ট্রোল থুড়ি হ্যাকার বাহিনীরই বেশ কয়েকজন সদস্য ।
advertisement
advertisement
হ্যাকাররা দাবি করেছে ওই আধার নম্বরের সাহায্যেই জানা গিয়েছে রাম সেবক শর্মার প্রায় ১৪টি ব্যক্তিগত তথ্যসমূহ, যার মধ্যে আছে মোবাইল নম্বর, প্যান নম্বর, জন্মতারিখ ও বাড়ির ঠিকানা। এবার এই আধারের সুবিধা নিয়েই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১টাকা করে জমা করে দিয়েছেন তাঁরা । আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম তথা AEPS এর মাধ্যমেই তাঁরা এই কাজটি করেছেন। টাকা জমা করার পর তার ছবি তুলেও ট্যুইটারে পোস্ট করেছেন তাঁরা ।
advertisement
advertisement
যদিও আধার কর্তৃপক্ষ হ্যাকার বাহিনীর যাবতীয় দাবিকেই খারিজ করে দিয়েছে । তারা জানিয়েছে শর্মার কোনও তথ্যই কেউ জানতে পারেননি । এগুলি সস্তা প্রচার ও মনোযোগ আকর্ষণের জন্যই করা হচ্ছে ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
আধার চ্যালেঞ্জ: এবার ট্রাই সভাপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১টাকা জমা করল হ্যাকারবাহিনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement