Aftab Poonewala: পেশায় চিকিৎসক, তাও আবার মনোবিদ! আফতাবের মনের তল পাননি নতুন সঙ্গিনীও

Last Updated:

যে ডেটিং অ্যাপের মাধ্যমে দু' বছর আগে শ্রদ্ধার সঙ্গে পরিচয় হয়েছিল, সেই একই অ্যাপ ব্যবহার করে পেশায় চিকিৎসক ওই মহিলার সঙ্গে পরিচয় হয় আফতাবের৷

শ্রদ্ধার পর মহিলা মনোবিদের সঙ্গে আলাপ জমায় আফতাব৷
শ্রদ্ধার পর মহিলা মনোবিদের সঙ্গে আলাপ জমায় আফতাব৷
#দিল্লি: যত সময় যাচ্ছে, ততই যেন আফতাব পুনেওয়ালা চমকে দিচ্ছে দুঁদে পুলিশ অফিসারদেরও৷ এবার তদন্তে পুলিশ জানতে পারল, বান্ধবীকে নৃশংস ভাবে খুন করে দেহ ৩৫ টুকরো করার পর যে মহিলাকে ফ্ল্যাটে ডেকে এনে সম্পর্ক তৈরি করেছিল আফতাব, তিনি পেশায় একজন চিকিৎসক৷
এখানেই শেষ নয়, পুলিশ আরও জানতে পেরেছে, যে ডেটিং অ্যাপের মাধ্যমে দু' বছর আগে শ্রদ্ধার সঙ্গে পরিচয় হয়েছিল, সেই একই অ্যাপ ব্যবহার করে পেশায় চিকিৎসক ওই মহিলার সঙ্গে পরিচয় হয় আফতাবের৷ এর পরেই তাঁকে দিল্লির ফ্ল্যাটে ডাকে সে৷
advertisement
advertisement
আফতাবকে গ্রেফতারের পরই জেরায় এই ডেটিং অ্যাপের কথা জানতে পারে পুলিশ৷ এর পর তদন্তে ওই অ্যাপ কর্তৃপক্ষের সাহায্য চেয়ে পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়৷ ডেটিং অ্যাপের মাধ্যমে আফতাব কাদের সঙ্গে আলাপ জমিয়েছিল, তা জানতে চেয়েছিল পুলিশ৷ সেই তথ্য হাতে আসার পরই পেশায় চিকিৎসক ওই মহিলার পরিচয় জানতে পারে পুলিশ৷ জানা যায়, পেশায় তিনি একজন মনোবিদ৷
advertisement
জেরায় আফতাবই পুলিশকে জানিয়েছিল, ওই মহিলাকে ফ্ল্যাটে ডেকে যখন সে শারীরিক সম্পর্ক তৈরি করেছে, তখন ফ্রিজে রাখা ছিল শ্রদ্ধার টুকরো টুকরো করা দেহ৷
ইতিমধ্যেই আফতাবের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে৷ তার নারকো অ্যানালিসিস টেস্টও করাবে পুলিশ৷ শুক্রবারই রোহিনির ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তৃতীয় দফার পলিগ্রাফ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় আফতাবকে৷ আফতাবের বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা জানাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য৷ দু' তিন দিনের মধ্যেই এই পরীক্ষার রিপোর্ট তদন্তকারীদের হাতে চলে আসবে৷ আগামী সোমবার আফতাবের নারকো অ্যানালিসিস টেস্ট হওয়ার কথা৷
advertisement
এত কিছুর পরেও অবশ্য এখনও শ্রদ্ধার দেহের খুলি উদ্ধার করতে পারেনি৷ যে অস্ত্র দিয়ে শ্রদ্ধাকে টুকরো টুকরো করা হয়েছিল, সেটিও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Aftab Poonewala: পেশায় চিকিৎসক, তাও আবার মনোবিদ! আফতাবের মনের তল পাননি নতুন সঙ্গিনীও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement