কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলেই আফস্পা প্রত্যাহার করা হবে : রাজনাথ সিং

Last Updated:
#নয়াদিল্লি: ক্ষমতায় এলে আফস্পা পুনর্মূল্যায়ন হবে ও প্রয়োজনে জম্মু-কাশ্মীর উপত্যকা থেকে প্রত্যাহার করা হবে আফস্পা, নির্বাচনী ইস্তেহারে জানিয়েছে কংগ্রেস । এবার গৌতম বুদ্ধ নগরে বিজেপি প্রার্থী মহেশ শর্মার প্রচারসভায় আফস্পা প্রত্যাহারের প্রসঙ্গ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং । তিনি জানিয়েছেন জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আফস্পা প্রত্যাহার করে নেওয়া হবে, জানিয়েছেন রাজনাথ। একইসঙ্গে আফস্পা পুনর্মূল্যায়নের প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি ।
রাজনাথের মতে সেনাবাহিনীকে দূর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই এহেন প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। উপদ্রুত এলাকায় আফস্পার সাহায্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয়েছে । কংগ্রেস যদি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায় তা কখনোই হতে দেবে না মোদি সরকার,জানিয়েছেন রাজনাথ ।
advertisement
advertisement
এর আগে এক সংবাদপত্রকে রাজনাথ জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, সঠিক পথে কাজ করছে কেন্দ্র ।কিছু বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হবে না । কাশ্মীরে সবরকম উন্নয়নের জন্য চেষ্টা করছে কেন্দ্র ও খুব শীঘ্রই গোটা বিশ্বে কাশ্মীরের এক স্বতন্ত্র পরিচিতি গড়ে উঠবে ।
advertisement
সাম্প্রতিক ৩৭০ ও ৩৫-এ ধারা নিয়ে বিতর্ক প্রসঙ্গে রাজনাথ জানিয়েছেন এই নিয়ে কেন্দ্র সরকারিভাবে কিছু জানায়নি । এই বিষয় নিয়ে অহেতুক ভ্রান্ত খবর ছড়াচ্ছেন কিছু রাজনৈতিক নেতা । কাশ্মীরের উন্নয়নের স্বার্থে বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও সহযোগিতা করতে হবে কেন্দ্রের সঙ্গে,জানিয়েছেন রাজনাথ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলেই আফস্পা প্রত্যাহার করা হবে : রাজনাথ সিং
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement