Taliban Women Journalist Controversy: বিতর্কের মুখে পিছু হটল তালিবান সরকার, রবিবার ফের সাংবাদিক বৈঠক, আমন্ত্রণ মহিলা সাংবাদিকদের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Taliban Women Journalist Controversy: তুমুল বিতর্কের মুখে অবশেষে অবস্থান বদল করলেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী। শুক্রবার যে সাংবাদিক বৈঠক হয়েছিল, তা ফের রবিবার ডাকা হল তালিবানের তরফ থেকে।
তুমুল বিতর্কের মুখে অবশেষে অবস্থান বদল করলেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী। শুক্রবার যে সাংবাদিক বৈঠক হয়েছিল, তা ফের রবিবার ডাকা হল তালিবানের তরফ থেকে। এবার পুরুষ সাংবাদিকদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে মহিলাদেরও।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল আফগানিস্তানের তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির তরফে। কিন্তু সেই বৈঠকে পোশাকবিধি মেনে মহিলা সাংবাদিকরা বৈঠকে আসার পরেও ঢুকতে দেওয়া হয়নি। নারী সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।
advertisement
এই ঘটনায় সংবাদমাদ্যমে ক্ষোভে ফেটে পড়েন মহিলা সাংবাদিকরা। এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ-সহ অন্যান্য বিরোধী নেতারা। এই বিতর্ক নিয়ে চাপের মুখে বিদেশমন্ত্রক তরফে বিবৃতি জারি করা হয়৷ সেই বিবৃতিতে জানানো হয়, মহিলা সাংবাদিকদের সাংবাদিক বৈঠকে ঢুকতে না দেওয়ার বিষয়টির সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই৷ ভারতের মাটিতে কী ভাবে মহিলা সাংবাদিকদের এভাবে তালিবানি ফতোয়া মানতে বাধ্য করা হল সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। এবার চাপের মুখে পিছু হটল তালিবানি প্রশাসন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 3:22 PM IST