#নয়াদিল্লি: মঙ্গলবার বাবরি ধ্বংস মামলায় আদবানি, জোশী ও উমা ভারতী-সহ অভিযুক্ত বিজেপি নেতাদের জামিন মঞ্জুর করল CBI বিশেষ আদালত ৷ এদিন লখনউয়ে CBI বিশেষ আদালতে হাজিরা দেন আদবানি, জোশী ও উমা ভারতী ৷ ৫০ হাজার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়া হয়েছে ৷ এদিন সিবিআই-য়ের চার্ড গঠন করার কথা ছিল ৷ ১৯৯২ সালের বাবরি ধ্বংস মামলায় তাঁদের বিরুদ্ধে ফৌজদারি চক্রান্তের অভিযোগ আনা হবে বলে জানিয়ে দিয়েছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত।
১৯ জন নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করেছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র চালানো, করসেবকদের প্ররোচনা দেওয়ার কাজে আদবানি, জোশীরা যুক্ত ছিলেন বলে অভিযোগ সিবিআইয়ের। তাই তাদের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র মামলা চালানোর আর্জি জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেই আর্জিকে মান্যতা দিয়েই ১৯ বিজেপি নেতার বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ মামলায় এফআইআর-এ নাম উঠেছিল এঁদের নাম ৷ ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট এঁদের সকলের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babri Masjid Demolition, Babri Masjid demolition case, Bengali News, Framing Charges In Babri Masjid demolition, LK Advani, MM Josh, Uma Bharti