কৃষকদের সামনে বসার হিম্মত নেই, তাই ভার্চুয়াল বৈঠকের নামে লুকোচ্ছেন, মোদিকে আক্রমণ অধীরের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
'আমরা শুধু এইটুকুই চাইছি প্রধানমন্ত্রী ওদের সঙ্গে বসে ওনাদের কথা শুনুন ৷ কিন্তু তা না করে সমাধান বের না করে উনি উল্টে কৃষকদের উপরই মিথ্যে অপবাদ দিচ্ছেন ৷ আন্দোলনের ছবিকেই কলুষিত করতে চাইছেন ৷ ’
#নয়াদিল্লি: রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বড়দিনের ভার্চুয়াল বৈঠকে কৃষকদের উদ্দেশে বার্তায় মোদির টার্গেট বাংলা ৷ শুধু তাই নয়, কৃষকদের ভুল বোঝানোর জন্য দায়ী করে বাম-কংগ্রেসেও তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ মোদির বক্তব্যের পাল্টা প্রতিবাদ জানান লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী৷ একইসঙ্গে তাঁর দাবি, কৃষকদের টাকা দেওয়ার যে যোজনা মোদি ঘোষণা করেছেন, তা নতুন কিছু নয় অনেক আগে থেকেই বাংলায় আছে ৷
কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে মোদির দাবি সম্পূর্ণ ভ্রান্ত বলে দাবি করেছেন অধীর ৷ তিনি বলেন, ‘বহুদিন ধরেই বছরে তিন বার ২ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে ৷ দেশের অনেক রাজ্যেই এই ব্যবস্থা রয়েছে ৷ মনে হচ্ছে মোদিজি এতদিনে জানতে পেরেছেন ৷ প্রধানমন্ত্রী কোনও নতুন কথা বলছেন না ৷ ’
advertisement
কৃষকদের ভুল বোঝাচ্ছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অভিযোগের জবাবে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর বলেন, ‘করোনা মহামারির কারণে বেহাল কৃষকদের অবস্থা ৷ আমাদের দাবি, কৃষকদের ঋণ মাফ করে দেওয়া হোক ৷ কৃষকেরা আজ আন্দোলনে নেমেছেন কিন্তু মোদিজির ওদের সঙ্গে বৈঠকে বসার সাহসটুকুও নেই ৷ কৃষকদের এতটা মূর্খ ভাববেন না যে ভার্চুয়াল বৈঠকের মন ভোলানো কথায় ওরা ভুলবে৷ ’
advertisement
advertisement
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অধীর আরও বলেন, ‘এক মাস হতে চলল দিল্লির এই ঠান্ডায় এরকম করুণ অবস্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা ৷ লাখ লাখ কৃষকের এমন দুদর্শাতেও মন গলছে না কেন্দ্রের ৷ আমরা শুধু এইটুকুই চাইছি প্রধানমন্ত্রী ওদের সঙ্গে বসে ওনাদের কথা শুনুন ৷ কিন্তু তা না করে সমাধান বের না করে উনি উল্টে কৃষকদের উপরই মিথ্যে অপবাদ দিচ্ছেন ৷ আন্দোলনের ছবিকেই কলুষিত করতে চাইছেন ৷ ’
advertisement
অধীর রঞ্জন চৌধুরীর মতে, ‘কেন্দ্র সরকারের নিজের জেদ ছেড়ে এই মানুষগুলোর কথা ভেবে একটু নমনীয় হওয়া দরকার ৷ নইলে সমস্যা কমার বদলে লাগাতার বেড়েই চলেছে ৷’ লোকসভায় বিরোধী দল কংগ্রেসের নেতার পরামর্শ, ‘কেন্দ্রকেই এই সমস্যার সমাধান করতে হবে ৷ বিল প্রত্যাহার করলে তো আর আকাশ ভেঙে পড়বে না! কেন্দ্রের উচিত এই বিল প্রত্যাহার করে কৃষক এবং তাদের শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করে বিলে প্রয়োজনীয় সংশোধন করে ফের পেশ করা উচিত ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2020 9:53 PM IST