‘কোহিনুরের বদলে ফেভিকল নিতে পারতেন’ লন্ডনের রাজপরিবারকে বিজ্ঞাপনী খোঁচা দিল ফেভিকল

Last Updated:

ভারত লুন্ঠনের সময় কহিনূর হিরে নিয়ে পালিয়ে যাওয়া ব্রিটিশরাজকে এক হাত নিয়ে ফেভিকল একটি ছবি ট্যুইট করেছে ৷

#নয়াদিল্লি: মজার মজার বিজ্ঞাপনে প্রায়শই নজর কাড়ে দেশের জনপ্রিয় ও সুপরিচিত আঠা কোম্পানি ‘ফেভিকল’ ৷ এবার তাদের বিজ্ঞাপনে ধরা পড়ল ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল ৷ বেশ ভালরকমই খোঁচা খেলেন ডিউক এবং ডাচেস অব সাসেক্স ৷
দিন কয়েক আগে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল সিদ্ধান্ত নেন রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার ৷ সাধারণ মানুষের মত জীবন কাটাতে চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ যা নিয়ে এই মুহূর্তে টালমাটাল ব্রিটিশ রাজপরিবারের সুপ্রাচীন ঐতিহ্য ৷
এই ঘটনাকেই বিজ্ঞাপনের হাতিয়ার করেছে ফেভিকল ৷ ভারত লুন্ঠনের সময় ‘কোহিনুর হিরে নিয়ে পালিয়ে যাওয়া ব্রিটিশরাজকে এক হাত নিয়ে ফেভিকল একটি ছবি ট্যুইট করেছে ৷
advertisement
advertisement
এই মুহূর্তে বিশ্বের অন্যতম মূল্যবান এই হিরেটি রয়েছে রাণি এলিজাবেথের মুকুটে ৷ সেই মুকুটের একটি ছবি পোস্ট করে ফেভিকল লিখেছে, ‘ডিয়ার রয়্যাল ফ্যামিলি, ‘কোহিনুর নেহি, ফেভিকল লে জানা চাইয়ে থা ৷’
advertisement
ছবিটির উপরে ফেভিকলের ক্যাপশনটিও দারুণ ৷ তারা লিখেছে, ‘ফেভিকল হোতা তো সাস-এক্স না হোতা অউর পরিবার অটুট রেহতা ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘কোহিনুরের বদলে ফেভিকল নিতে পারতেন’ লন্ডনের রাজপরিবারকে বিজ্ঞাপনী খোঁচা দিল ফেভিকল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement