আধার কার্ড বাধ্যতামূলক করার প্রতিবাদে উত্তাল সংসদ
Last Updated:
আধার কার্ড বাধ্যতামূলক করার প্রতিবাদের ঝড় উঠল সংসদে। আজ, এনিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা।
#নয়াদিল্লি: আধার কার্ড বাধ্যতামূলক করার প্রতিবাদের ঝড় উঠল সংসদে। আজ, এনিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা। তাঁদের দাবি, বহু মানুষের এখনও আধার কার্ড পাননি। তাই তা বাধ্যতামূলক হলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন তাঁরা। এই ইস্যুতে তাদের পাশে সমাজবাদী পার্টি, বিজু জনতা দল, সংযুক্ত জনতা দল। এমনকী সিপিএম ও কিছু কংগ্রেস সাংসদও তৃণমূলের পাশে দাঁড়িয়েছে।
আধার বাধ্যতামূলক করার প্রতিবাদে সংসদের দুই কক্ষেই তোলপাড়। কার্ড না থাকলে মিলবে না সরকারি সুবিধা। কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে বুধবার প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সংসদে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা।
শুধু, পশ্চিমবঙ্গই নয়, আধার কার্ড হাতে পাননি এমন নাগরিকের সংখ্যা বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশাতেও কম নয়। ফলে, হাতেগরম এই ইস্যুতে খুব সহজেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি, বিজু জনতা দল, সংযুক্ত জনতা দল।
advertisement
advertisement
প্রবল আক্রমণের সামনে পড়ে সকলের আধার কার্ড পাওয়ার আশ্বাস দিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। কেন্দ্রের নীতি বাতিলের দাবিতে রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা। তিন বার মুলতুবি হয় অধিবেশন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আধার কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের মিলিত স্বর আসলে ফেডারেল ফ্রন্টেরই মহড়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2016 6:51 PM IST