Activist Sharjeel Imam Bail: দিল্লি হিংসা মামলায় গ্রেফতারির চার বছর পর জামিন পেলেন ছাত্রনেতা শারজিল ইমাম

Last Updated:

Activist Sharjeel Imam Bail: শারজিল আবেদনে বলেন, গত চার বছর ধরে তিনি জেলে বন্দি৷ যে অভিযোগে তিনি বন্দি, সেটির সর্বোচ্চ সাজা সাত বছর, তিনি এখনও প্রমাণিত অভিযুক্ত নন, সেই কারণে তাঁকে জামিন দেওয়া হোক৷

নয়াদিল্লি: ছাত্রনেতা শারজিল ইমাম জামিন পেলেন৷ ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছিল শারজিলকে৷ তিনি আদালতে বলেন, যে আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই অপরাধের সর্বোচ্চ সাজা ৭ বছরের জেল, তার অর্ধেকটা তিনি জেলেই কাটিয়ে ফেলেছেন৷ এখনও তাঁর দোষ প্রমাণিত হয়নি৷ এ বার তাঁকে জামিন দেওয়া হোক৷ আদালত সেই দামি মেনে নিয়েছে৷
অভিযোগকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২০১৯ সালের ১৩ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে একটি বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেলেন৷ পাশাপাশি, ১৬ ডিসেম্বর, ২০১৯ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও একই রকম ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অসম ও উত্তরপূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি করেছিলেন৷
advertisement
দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে প্রথম এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল৷ দেশদ্রোহীতার অভিযোগে ইউএপিএ-তে সেকশন ১৩-এর ভিত্তিতে প্রাথমিক অভিযোগ করা হয়েছিল৷ এর পর, ২৮ জানুয়ারি ২০২০ সাল থেকে তিনি বন্দি আছেন৷ এর পরেই আদালতে শারজিল আবেদনে বলেন, গত চার বছর ধরে তিনি জেলে বন্দি৷ যে অভিযোগে তিনি বন্দি, সেটির সর্বোচ্চ সাজা সাত বছর, তিনি এখনও প্রমাণিত অভিযুক্ত নন, সেই কারণে তাঁকে জামিন দেওয়া হোক৷
advertisement
সিআরপিসি ৪৩৬-এ এর ভিত্তিতে বলা হয়, অভিযোগ আছে, মামলা চলছে এমন কোনও ব্যক্তি যদি সেই অভিযোগের সর্বোচ্চ সাজার অর্ধেক বিচার চলাকালীন জেলে কাটিয়ে থাকেন, তা হলে তিনি জামিনে মুক্তি পেতে পারেন৷ গত ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে এর আগে নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন বাতিল হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Activist Sharjeel Imam Bail: দিল্লি হিংসা মামলায় গ্রেফতারির চার বছর পর জামিন পেলেন ছাত্রনেতা শারজিল ইমাম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement