Deep Sidhu: লালকেল্লার হামলায় মূল অভিযুক্ত, প্রতিবাদী কৃষকদের 'চক্ষুশূল' দীপ সিধুর জামিন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
শেষমেশ ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। এরপর প্রায় আড়াই মাস বাদে জামিন পেলেন তিনি। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির লালকেল্লায় হিংসা ছড়ানোর অভিযোগে পাঞ্জাবী গায়ক-অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধুকে গ্রেফতার করেছিল পুলিশ। দিল্লি পুলিশের ‘Special Cell’ তাকে গ্রেফতার করেছিল প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল থেকে দিল্লির লালকেল্লায় হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে দীপ সিধুর। অভিযোগ ওঠার পর থেকেই দীপ সিধু গা ঢাকা দেয় বলে অভিযোগ উঠেছিল। শেষমেশ ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। এরপর প্রায় আড়াই মাস বাদে জামিন পেলেন তিনি। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।
শুধু তাই নয়, দীপের পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। একইসঙ্গে তাঁকে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম থেকেই এই অভিনেতা কৃষক আন্দোলনে নিজের সমর্থন করার কথা জানিয়ে আসছিলেন। তাঁকে গ্রেফতারের পর পুলিশের তরফে জানানো হয়, ২৬ জানুয়ারি লালকেল্লায় কিছু মানুষ পতাকা টাঙিয়েছিল। তাঁদের মধ্য়ে কিছু জনকে চিহ্নিত করা গিয়েছে, আর দীপ সিধুই প্রধান অভিযুক্ত।
advertisement
২৬ জানুয়ারি দিল্লির লালকেল্লার 'হামলায়' অভিযুক্ত ও মদতদাতা হিসেবে FIR দায়ের হলেও বেশ কয়েকদিন তাঁর খোঁজ পাননি তদন্তকারীরা। প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিলের দিন বিক্ষোভকারীদের একাংশ লালকেল্লায় পৌঁছে গিয়েছিল। সেখানে ভাঙচুরের পাশাপাশি ঐতিহ্যবাহী সৌধে পতাকাও ওড়ানো হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল দীপ সিধু। তাঁর বিরুদ্ধেই কৃষকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। সিধুর পিছনে একপ্রকার হত্য়ে দিয়ে পড়েছিল পুলিশ। পলাতক দীপ সিধুর অবস্থান বা গতিবিধি জানাতে পারলে নগদ এক লাখ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।
advertisement
advertisement
গত ২৬ জানুয়ারি CCTV ফুটেজে লালকেল্লায় নিশান সাহিবের-ধর্মীয় পতাকা পতাকা লাগাতে দেখা গিয়েছিল দীপ সিধুকে। শুধু তিনি নন, ২৬ জানুয়ারি লালকেল্লায় ধর্মীয় নিশান টাঙিয়ে দেওয়ায় ঘটনায় অভিযুক্ত ছিলেন আরও বেশ কয়েকজন। তাদের খোঁজ পেতেও নগদ পুরস্কারের কথা ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। দীপ সিধু ছাড়াও বাকি অভিযুক্তদের মধ্যে ছিলেন জগবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবাল সিংরা। তাঁদের মধ্যে প্রধান মুখ ছিলেন দীপ সিধু। তবে, দীপ সিধুকে 'বিজেপির এজেন্ট' বলে আক্রমণ শানিয়েছিলেন অনেক কৃষক নেতাই। তাঁদের অভিযোগ ছিল, কৃষকদের আন্দোলকে আক্রমণাত্মক করে দেখাতেই ইচ্ছাকৃতভাবে এমন হামলার প্ল্যান করেছিল দীপ ও সঙ্গীসাথীরা। শেষমেশ এদিন জামিনও পেয়ে গেলেন দীপ সিধু।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2021 3:53 PM IST