Accident: ভয়ঙ্কর! মুহূর্তে মৃত্যু চার ইউটিউবারের! দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িতে শুধুই দলা পাকানো দেহ

Last Updated:

Accident: সূত্রের খবর, এক বন্ধুর জন্মদিন সেলিব্রেট করে গজরাউলায় তাদের বাড়ি ফিরছিলেন ওই চার বন্ধু।

মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ!
মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ!
লখনউ: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। জন্মদিনের পার্টি সেরে ৪ বন্ধু হৈ-হুল্লোড় করতে করতে ফিরছিলেন বাড়ি। কিন্তু নিমেষের মধ্যে তাদের সেই আনন্দ বদলে গেল শোকে। রবিবার রাতে উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুরে ঘটা এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল চার বন্ধু। ওই চার জনই ইউটিউবার ছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এক বন্ধুর জন্মদিন সেলিব্রেট করে গজরাউলায় তাদের বাড়ি ফিরছিলেন ওই চার বন্ধু। কিন্তু সেই বাড়ি আর ফেরা হল না। মাঝরাস্তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। যার পরিণতি হল মর্মান্তিক মৃত্যু।
advertisement
কোতোয়ালি হাসানপুরের মানোটা থানা এলাকায় এই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ৪ যুবকই ছিলেন পেশায় ইউটিউবার। জানা যায়, রবিবার রাতে দুটি গাড়ির মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত চার এই চার ইউটিউবাররা হলেন লাকি চৌধুরী, সালমান, শাহরুখ এবং শাহনওয়াজ।
advertisement
রক্তাক্ত অবস্থায় তাদের চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সকলকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত এই চার বন্ধু Round 2 world ইউটিউব চ্যানেলে হাসির ভিডিও তৈরি করতেন। তাঁদের সাবস্ক্রাইবার সংখ্যাও ছিল প্রচুর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ভয়ঙ্কর! মুহূর্তে মৃত্যু চার ইউটিউবারের! দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িতে শুধুই দলা পাকানো দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement