Accident: ভয়ঙ্কর! সরকারি বাসে ধাক্কা ট্রাকের, মুহূর্তে মৃত্যুমিছিল! দুমড়ে-মুচড়ে যাওয়া বাসে শুধুই হাহাকার-কান্না
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident: ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মুম্বই-আগ্রা হাইওয়েতে ৷
নাসিক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মুম্বই-আগ্রা জাতীয় সড়কের রাহুদ-ঘাট এলাকায় ঘটা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে।
ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মুম্বই-আগ্রা হাইওয়েতে ৷ দুর্ঘাটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ ৷ প্রসঙ্গত, মুম্বই-আগ্রা হাইওয়ের চান্দওয়াড়ের কাছে রাহুদ ঘাট এলাকাটি খুবই বিপজ্জনক এলাকা বলে পরিচিত। এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে তাই এই স্থানটিকে ‘দুর্ঘটনা প্রবণ’ (ব্ল্যাক-স্পট) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মুম্বই-আগ্রা হাইওয়ের চান্দওয়াড়ের কাছে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবারও সরকারি বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে প্রায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবারের দুর্ঘটনার পরেই এলাকাবাসীরা ভিড় জমান৷ দুর্ঘটনা এড়াতে তারা সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আরজি জানান প্রশাসনের কাছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 7:57 PM IST