Accident: রক্তে ভাসল রাস্তা...! ফুটপাতে ঘুমন্ত ৫ জন, মুহূর্তেই পিষে দিল 'দানব' অডি, রেহাই পেল না ৮ বছরের শিশুও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Accident: রাজধানী দিল্লির বসন্ত বিহার এলাকায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। শিব ক্যাম্পের কাছে ফুটপাতে ঘুমন্ত পাঁচজনকে দ্রুতগামী একটি অডি গাড়ি পিষে দিয়েছে।
দিল্লি: রাজধানী দিল্লির বসন্ত বিহার এলাকায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। শিব ক্যাম্পের কাছে ফুটপাতে ঘুমন্ত পাঁচজনকে দ্রুতগামী একটি অডি গাড়ি পিষে দিয়েছে। দুর্ঘটনায় আট বছরের এক মেয়ে-সহ পাঁচজন আহত হয়েছেন। তাদের সকলকে তড়িঘড়ি কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বর্তমানে যেখানে তাদের চিকিৎসা চলছে।
৯ জুলাই দুপুর ১:৪৫ মিনিটে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে এই ঘটনাটি ঘটে। পুলিশ এখন অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে এবং তার সাদা অডি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ৪০ বছর বয়সী উৎসব শেখর, দ্বারকার বাসিন্দা। তিনি নয়ডা থেকে দ্বারকায় ফিরছিলেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মেডিক্যাল রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন।
advertisement
advertisement
ঘটনাটি প্রত্যক্ষদর্শী একজন মহিলা জানান, প্রায় ১৫ জন ফুটপাতে ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় একটি সাদা অডি গাড়ি দ্রুত গতিতে এসে ঘুমন্তদের পিষে ফেলে। দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলেও একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত চালককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, খুনের চেষ্টা এবং অন্যান্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতরা সকলেই রাজস্থানের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন লাধি (৪০), তার আট বছরের মেয়ে বিমলা, স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রামচন্দ্র (৪৫) এবং তার স্ত্রী নারায়ণী (৩৫)। নিহতরা সকলেই শ্রমিক হিসেবে কাজ করে এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
advertisement
ডিসিপি (দক্ষিণ পশ্চিম) বলেছেন যে আহতদের সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল। তিনি বলেন, ‘ঘটনার গুরুত্ব বিবেচনা করে, প্রতিটি দিক থেকে মামলাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং দুর্ঘটনার সঠিক পরিস্থিতি জানার চেষ্টা করা হচ্ছে।’
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 11:16 AM IST