Accident: ভয়ঙ্কর ঘটনা! পুলিশকে ধাক্কা দেওয়ার পর ২৫ ফুট টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, তারপর যা হল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: মধ্যপ্রদেশের এক ভয়াবহ হিট অ্যান্ড রান মামলার ঘটনা সামনে এসেছে। একটি গাড়ি হঠাৎ করেই এক পুলিশকে ধাক্কা মারে এবং তারপর ২৫ ফুট পর্যন্ত তাকে টেনে নিয়ে যায়...
গোয়ালিয়র: সাগর তাল এলাকায় একটি গাড়ি ভয়ঙ্কর গতিতে এসে এক ব্যক্তিকে ধাক্কা মারে। শুধু ধাক্কা মেরেই থেমে থাকেনি৷ গাড়িটি ওই ব্যক্তিকে প্রায় ২৫ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায় এবং তারপর দ্রুত সেই স্থান থেকে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ভয়ংকর হিট অ্যান্ড রান দুর্ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এখন অজ্ঞাত গাড়িচালককে খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে।
advertisement
advertisement
গোয়ালিয়রে হিট অ্যান্ড রান-এর এই চাঞ্চল্যকর ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে। বাহোদাপুর থানার কনস্টেবল রাকেশ শর্মা সাগর তাল এলাকায় সকালের টহল দিচ্ছিলেন। তখন একটি দ্রুতগতির লোডিং গাড়ি আসে এবং তাকে ধাক্কা মারে। শুধু ধাক্কা মেরেই থেমে থাকেনি, গাড়িটি রাকেশ শর্মাকে প্রায় ২৫ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। এরপর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: মহাকুম্ভের মেলায় হারিয়ে গিয়েছিল স্ত্রী! দেখা পেতেই হাউ হাউ করে কেঁদে ভাসালেন স্বামী, দেখুন ভিডিও
ঘটনার সময়, বেশ কয়েকজন রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন৷ পথচারীরা আহত পুলিশ কর্মীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশকে বিষয়টি জানান। পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে স্পষ্টভাবে ধরা পড়েছে। এই ফুটেজের ভিত্তিতে বাহোদাপুর থানার পুলিশ মামলা দায়ের করেছে এবং অজ্ঞাতপরিচয় গাড়িচালককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 7:56 PM IST