এয়ার ইন্ডিয়ার বিমানে খারাপ AC, মাঝ-আকাশে অক্সিজেন সমস্যায় হয়রান যাত্রীরা
Last Updated:
এসি কাজ না করলেও উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ রবিবার বাগডোগড়া থেকে দিল্লিগামী বিমানের এসি খারাপ থাকায় হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের ৷
#নয়াদিল্লি: এসি কাজ না করলেও উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ রবিবার বাগডোগড়া থেকে দিল্লিগামী বিমানের এসি খারাপ থাকায় হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের ৷ এসি খারাপ হয়ে যাওযায় মাঝআকাশে অক্সিজেনের সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷
AI 880 বাগডোগরা-দিল্লি বিমানে রবিবার দুপুর ১.৫০ নাগাদ ওড়ে বিমানটি ৷ দিল্লিতে বিমানটি নামে বিকেল ৪.০৫ নাগাদ ৷ পুরো যাত্রাপথে এসি কাজ করেনি বলে অভিযোগ ৷ এসি বিকল থাকা সত্ত্বেও কেন উড়ল বিমান? এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ যাত্রীদের ৷
বিমান সেবিকাদের কাছে বারবার বাতানুকূল ব্যবস্থা নিয়ে অভিযোগ জানালেও কোনও তা ঠিক হয়নি ৷ ১৬৮ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার AI-880 বিমানটি বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ৷ নির্ধারিত সময় দিল্লিতে বিমানটি অবতরণ করে ৷ কিন্তু পুরো যাত্রায় এসি কাজ না করায় অত্যন্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷
advertisement
advertisement
এসি ঠিক হয়ে যাওয়ার বারবার আশ্বাস দেওয়া হলেও তা পুরো যাত্রাপথে ঠিক হয়নি ৷ বেশ কয়েকজন যাত্রী সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ৷
নিশ্বাস নিতে অসুবিধা হওয়ায় একজন অক্সিজেন মাস্ক ব্যবহার করার চেষ্টা করতে গেলে দেখা যায় সেটিও কাজ করছে না ৷ বিমান থেকে নেমে যাত্রীরা ঘটনার প্রতিবাদ জানান ৷
advertisement
বিমানের এক যাত্রীর করার ভিডিওতে দেখা গিয়েছে যাত্রীরা বিমানের প্যামফ্লেট দিয়ে নিজেদের হাওয়া করার চেষ্টা করছেন ৷ পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2017 11:38 AM IST