কপালে একটা চোখ, দুটো মণি... 'শিবের রূপ' ছাগলছানাকে ঘিরে উত্তেজনা, চলছে পুজো

Last Updated:

একটাই চোখ, তাও কপালে, সেই একটা চোখেই দু-দুটো মণি...অদ্ভুতদর্শন এই ছাগলছানাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন

#উত্তরপ্রদেশ: একটাই চোখ, তাও কপালে, সেই একটা চোখেই দু-দুটো মণি...অদ্ভুতদর্শন এই ছাগলছানাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন উত্তরপ্রদেশের বিজনৌর জেলার এক ছোট্ট গ্রামে। অনেকে আবার মনে করছেন এই ছাগলছানার মধ্যে রয়েছে দেবমহিমা... কাজেই শুরু ধুমধাম করে পূজা অর্চনা...! গ্রামবাসীদের বিশ্বাস, ছাগলছানাটি নাকি মহাদেবের রূপ... কপালে চোখটি আদতে নাকি ত্রিনয়ন !
মোরাহাট গ্রামের বাসিন্দা মাসিয়ার বাড়িতে জন্মেছে ছাগলছানাটি। তাঁর পোষ্য ছাগলটি দু’টি ছানার জন্ম দিয়েছে, যার একটি একেবারে স্বাভাবিক, দ্বিতীয়টিকে নিয়েই শুরু হয়েছে হুলুস্থুল! এক চোখের ছাগলছানার কথা  নিমেষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, দূর দূর গ্রাম থেকে মানুষে আসতে শুরু করে ছাগলছানাটিকে দেখতে! কপালে চোখের কারণে শিবঠাকুরের অবতার মনে করে চলছে মহা সমারোহে ছাগলছানা পুজো!
advertisement
শুধু চোখ নয়, ছাগলটির মুখের গড়নও অসম্পূর্ণ। সবসময়ই মুখ থেকে জিভ ঝুলছে। নিচের চোয়ালটিও ঠিক জায়গায় নেই। সব মিলিয়ে একেবারেই অদ্ভুতদর্শন ছাগলছানাটি। মাসিয়া ছাগলটিকে মনে করছে তাঁর জীবনে ‘ঈশ্বরের আশীর্বাদ’, সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।
advertisement
স্থানীয় এলাকার পশু চিকিৎসক পুষ্কর রাঠির মতে, '' শাবকটি জন্মগত ভাবেই অস্বাভাবিক। এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না। একে ভগবানের আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই।''
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কপালে একটা চোখ, দুটো মণি... 'শিবের রূপ' ছাগলছানাকে ঘিরে উত্তেজনা, চলছে পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement