কপালে একটা চোখ, দুটো মণি... 'শিবের রূপ' ছাগলছানাকে ঘিরে উত্তেজনা, চলছে পুজো
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
একটাই চোখ, তাও কপালে, সেই একটা চোখেই দু-দুটো মণি...অদ্ভুতদর্শন এই ছাগলছানাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন
#উত্তরপ্রদেশ: একটাই চোখ, তাও কপালে, সেই একটা চোখেই দু-দুটো মণি...অদ্ভুতদর্শন এই ছাগলছানাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন উত্তরপ্রদেশের বিজনৌর জেলার এক ছোট্ট গ্রামে। অনেকে আবার মনে করছেন এই ছাগলছানার মধ্যে রয়েছে দেবমহিমা... কাজেই শুরু ধুমধাম করে পূজা অর্চনা...! গ্রামবাসীদের বিশ্বাস, ছাগলছানাটি নাকি মহাদেবের রূপ... কপালে চোখটি আদতে নাকি ত্রিনয়ন !
মোরাহাট গ্রামের বাসিন্দা মাসিয়ার বাড়িতে জন্মেছে ছাগলছানাটি। তাঁর পোষ্য ছাগলটি দু’টি ছানার জন্ম দিয়েছে, যার একটি একেবারে স্বাভাবিক, দ্বিতীয়টিকে নিয়েই শুরু হয়েছে হুলুস্থুল! এক চোখের ছাগলছানার কথা নিমেষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, দূর দূর গ্রাম থেকে মানুষে আসতে শুরু করে ছাগলছানাটিকে দেখতে! কপালে চোখের কারণে শিবঠাকুরের অবতার মনে করে চলছে মহা সমারোহে ছাগলছানা পুজো!
advertisement
শুধু চোখ নয়, ছাগলটির মুখের গড়নও অসম্পূর্ণ। সবসময়ই মুখ থেকে জিভ ঝুলছে। নিচের চোয়ালটিও ঠিক জায়গায় নেই। সব মিলিয়ে একেবারেই অদ্ভুতদর্শন ছাগলছানাটি। মাসিয়া ছাগলটিকে মনে করছে তাঁর জীবনে ‘ঈশ্বরের আশীর্বাদ’, সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।
advertisement
স্থানীয় এলাকার পশু চিকিৎসক পুষ্কর রাঠির মতে, '' শাবকটি জন্মগত ভাবেই অস্বাভাবিক। এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না। একে ভগবানের আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই।''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2021 2:54 PM IST