Abhishek Banerjee: ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকে বাহবা মমতার...SIR নিয়ে নেক্সট কী প্ল্যান তৃণমূলের? জানিয়ে দিলেন অভিষেক

Last Updated:

তাই দলীয় সাংসদদের উদ্দেশ্যে তৃণমূল চেয়ারপার্সনের বার্তা, সংসদের শীতকালীন অধিবেশনেও এইআইআর নিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে তৃণমূল সাংসদদদের। সেসময় অন্য কোনও জোট শরিকরা এসআইআর নিয়ে মুখর না থাকলেও তৃণমূল কংগ্রেস এই তীব্র প্রতিবাদ জারি রাখবে।

News18
News18
নয়াদিল্লি: ঝাঁপিয়ে পড়ে তৃণমূল সাংসদেরা যেভাবে একযোগে এসআইআর-বিরোধী আন্দোলনে শামিল হয়েছেন, তার তারিফ করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে ২০ নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডের তৃণমূলের নতুন দলীয় দফতরে মধ্যাহ্নভোজে দলের সাংসদদের সঙ্গে মিলিত হন লোকসভার নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘরোয়া আলাপচারিতার মধ্যে দিয়ে দলনেত্রীর বার্তা পৌঁছে দেন দলীয় সাংসদদের।
ইতিমধ্যেই ভাষা সন্ত্রাস ও এসআইআর এই দুই ইস্যুতে পুরোদস্তুর ময়দানে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন সংসদে ও রাজ্যের বিভিন্ন জায়গায় নানা রকম আন্দোলন কর্মসূচি গ্রহণ করে এগোচ্ছে তারা। আগামী ২১ তারিখ শেষ হবে এই অধিবেশন। তারপর বিহার ভোটের প্রস্তুতি চূড়ান্ত হবে। সংসদের শীতকালীন অধিবেশনের সময়ে তাই এসআইআর নিয়ে জোর চর্চা চলবে বলে জানানো হয়েছেল দলীয় সাংসদদের।
advertisement
তাই দলীয় সাংসদদের উদ্দেশ্যে তৃণমূল চেয়ারপার্সনের বার্তা, সংসদের শীতকালীন অধিবেশনেও এইআইআর নিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে তৃণমূল সাংসদদদের। সেসময় অন্য কোনও জোট শরিকরা এসআইআর নিয়ে মুখর না থাকলেও তৃণমূল কংগ্রেস এই তীব্র প্রতিবাদ জারি রাখবে।
advertisement
advertisement
একই সঙ্গে অভিষেক মনে করিয়ে দেন, এখন সংসদের বাইরে ও ভিতরে তৃণমূলের সাংসদেরা বেশ ভাল ও ঝাঁঝাল আন্দোলন করছেন। জোট শরিকদের সঙ্গেও ফ্লোর কো-অর্ডিনেশন এবং অন্যান্য বিষয়েও যথেষ্ট তালমেল রয়েছে। এই বিষয়টিকে ধরে রাখতে হবে।
ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন জারি রাখতে হবে। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাংসদদের সঠিক সময়ে সংসদে যেতে হবে, কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং সংসদে সময় দিতে হবে। মঙ্গলবার দলীয় সতীর্থদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। আন্দোলন-কর্মসূচি ইত্যাদির বাইরেও অন্যান্য আরও নানা বিষয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা করেছেন তিনি।
advertisement
সংসদে কারা নিয়মিত যোগ দিচ্ছেন কিংবা দিচ্ছেন না বা এখনও পর্যন্ত কারা আসেননি এ-বিষয়ে ডেপুটি লিডার শতাব্দী রায়কে তালিকা জমা দিতে বলেছেন লোকসভার দলনেতা।  মধ্যাহ্নভোজে অন্য সাংসদদের পাশাপাশি যোগ দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও৷ মধ্যাহ্নভোজ ও বৈঠক সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছন সংসদে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকে বাহবা মমতার...SIR নিয়ে নেক্সট কী প্ল্যান তৃণমূলের? জানিয়ে দিলেন অভিষেক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement