Abhinav Manohar Sadarangani: জুতোর দোকান থেকে আইপিএলের নিলাম, রাতারাতি কোটিপতি এই ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Abhinav Manohar Sadarangani: আইপিএল নিলামের এই মঞ্চ কত ক্রিকেটারের ভাগ্য বদলে দিয়েছে। আরও এক মধ্যবিত্ত পরিবারের ছেলে কোটিপতি।
বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছে আইপিএল মেগা নিলাম। এই মেগা নিলামে একজন ক্রিকেটার রাতারাতি কোটিপতি হয়েছেন। কিন্তু লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁকে বেস প্রাইস-এর ১৩ গুণ বেশি দাম দিয়ে দলে নিয়েছে। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি।
অভিনব মনোহর সাদারাঙ্গানিকে লখনউ সুপার জায়ান্টস ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে। অভিনব সদারঙ্গানির বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন অভিনব।তাই আইপিএলের মেগা নিলামে তাঁকে দলে পেতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি।advertisement
অভিনব মনোহরের বয়স ২৭ বছর। তিনি কর্ণাটকের ব্যাঙ্গালোরে থাকেন। ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। এছাড়াও, বোলিংয়েও দক্ষ। অভিনব লেগ ব্রেক স্পিনার। তিনি হার্দিক পান্ডিয়ার মতো লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান করার জন্য পরিচিত।advertisement
advertisement
সৈয়দ মুস্তাক আলি ট্রফির চারটি ম্যাচে ৫৪ গড়ে এবং ১৫০ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছিলেন তিনি। হাফ সেঞ্চুরিও করেন। টি-টোয়েন্টি কেরিয়ারের চার ইনিংসে তিনি ১১টি চার এবং ১১টি ছক্কা মেরেছেন। দুটি ক্যাচও নেন তিনি।advertisement
অভিনব মনোহর সদরাঙ্গানি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাঁর বাবা মনোহর সাদারাঙ্গানি আগে বেঙ্গালুরুতে একটি জুতোর দোকান চালাতেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ অভিনবের। অনেক প্রতিকূলতা কাটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি।দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2022 6:05 PM IST

