#নয়াদিল্লি: মিডিয়া আমাকে ফাঁদে ফেলতে চাইছে, সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ৷ নোবেল পাওয়ার পর প্রথম ভারতে এসে সংবাদমাধ্যমের উদ্দেশে এমনই মন্তব্য নোবেলজয়ীর ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর অভিজিত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি কোনও রকম বিতর্কে পড়তে চান না ৷ এই নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷আজ অর্থাত্ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়৷ নোবেলজয়ের পর এটাই ছিল মোদির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাত্৷ বেশ কিছুক্ষণ মোদি তাঁর সঙ্গে কথা বলেন৷ আলোচনা শেষে মোদি ট্যুইটারে ভূয়সী প্রশংসা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদের৷ট্যুইটারে মোদি লেখেন, 'নোবেলজয়ীর সঙ্গে চমৎকার আলোচনা৷ একাধিক কথা হয়েছে৷ অভিজিতের কৃতিত্বে দেশ গর্বিত৷ আভিজিতের আরও সাফল্য কামনা করি৷'এরপরই সাংবাদিক সম্মেলনে এসে মোদি মন্তব্যে সাবধানী নোবেলজয়ী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ অর্থনৈতিক মন্দা নিয়ে তাঁর মন্তব্যে বিতর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন আসতেই অভিজিতের উত্তর, ‘মিডিয়া আমাকে ফাঁদে ফেলতে চাইছে ৷ দেখাতে চাইছে আমি মোদি-বিরোধী ৷ সাক্ষাতের প্রথমেই আমাকে মজা করে বলেছেন প্রধানমন্ত্রী ৷’ এরপর বরং মোদি প্রকল্প আয়ুষ্মান ভারতের স্তুতিই শোনা গেল নোবেল জয়ীর মুখে ৷