#নয়া দিল্লি: দিল্লি থেকে সাফ বিজেপি৷ ডাহা ফেল ‘চাণক্য’ নীতি৷ মোদি-অমিত শাহের যৌথ প্রচারেও কাজ হল না শেষ পর্যন্ত৷ ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ আসন পেয়ে ফের ক্ষমতা দখল করল আপ৷ তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের শপথ নেবেন ১৪ ফেব্রুয়ারি৷ তার আগে অন্য রাজ্যের বিরোধী দলগুলির মতো বিনিদ্র রাত কাটানোর কোনও সম্ভবনা নেই তাঁর৷ কারণ সংখ্যাগরিষ্ঠতার অনেক বেশি আসন তাঁর ঝুলিতে৷ তাই অন্য রাজ্যের মতো অমিত শাহ দল ভাঙিয়েও এখানে সুবিধা করতে পারবেন না৷ ভ্যালেন্টাইনস ডের দিন শপথ নেবেনই কেজরিওয়াল৷ দিল্লিতে তৈরি হবে তৃতীয় আপ সরকার৷ নির্বাচনে জয় পেয়েছেন প্রায় সমস্ত তারকা আপ প্রার্থীই৷
প্রথমে পিছিয়ে পড়লেও জিতেছেন আপের অতিশী মারলেনা, মণীশ সিসোদিয়া, রাঘব চাড্ডা৷ বিপুল ভোটে জিতেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ উল্লেখযোগ্য আসন হিসাবে ওখলা কেন্দ্র, যার মধ্যে পড়ছে শাহিনবাগ, জামিয়া, সেখানও জয় পেয়েছে আপ৷ তবে সবচেয়ে করুণ অবস্থা কংগ্রেসের৷ শীলা দীক্ষিত নেই, আর তাঁর শূন্যস্থান পূরণ করতে পারেনি কংগ্রেস৷ ভোট তাঁদের ভোট শতাংশ এসে দাঁড়িয়েছে পাঁচের নীচে৷
মঙ্গলবার সকালে যখন ভোটের ফল আসতে শুরু করেছিল, তখন বিজেপি কর্মীরা ভাবেননি বেলা গড়াতেই এমন পরিণতি হবে৷ একসময় তো এগিয়ে থাকার নিরিখে বিজেপি ২৫টি আসনও পেরিয়ে গিয়েছিল৷ কিন্তু আস্তে আস্তে ছবিটা পাল্টে যায়৷ শেষবেলায় বিজেপির আসন সংখ্যা কমতে কমতে এসে দাঁড়ায় ৮-এ৷ ওদিকে আপ বাড়তে বাড়তে পৌঁছে যায় ৬২-তে৷ বিজেপির উগ্র জাতীয়তাবাদী রাজনীতির উল্টোদিকে দাঁড়িয়ে আপের উন্নয়নের রাজনীতিই যে দিল্লির মানুষকে ভোটবাক্সে টেনে এনেছে, একথা সকলেই প্রায় স্বীকার করছেন৷ তবুও গতবারের থেকে ফল কিছুটা হলেও ভাল করেছে গেরুয়া শিবির৷ গতবারের থেকে এবার ৬ শতাংশ ভোট বেড়েছে বিজেপির৷ আসন বেড়েছে পাঁচটি৷ মানচিত্র দেখলেই বোঝা যাবে, যমুনা নদীর ওপারে উত্তরপ্রদেশ সংলগ্ন দিল্লিতেই বিজেপি ভাল ফল করেছে৷ য়ে কেউ বুঝতে পারে, ওই অঞ্চলে আসলে উত্তরপ্রদেশ বিজেপির শক্তির আঁচ এসে পড়েছিল৷ সেই ঢেউয়ে কিছুটা জমি তৈরি করতে চেষ্টা করেছে গেরুয়া শিবির৷ সেই জন্যই পড়ে পাওয়া চোদ্দ আনার মতো কয়েকটি আসন জুটেছে কপালে৷ না হলে গতবারের স্কোরবোর্ডই এবারও দেখা যেত হয়ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।