#Viralvideo: দেখুন, মনোজ তিওয়ারির 'রিঙ্কিয়াকে পাপা' গানে AAP সমর্থকদের নাচ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পুরোটাই যে ব্যাঙ্গার্থক অর্থে সেটা বলাই বাহুল্য
#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনে বিপুল ভোটে জয়ী আপ৷ বিভিন্ন জনমত সমীক্ষায় আম আদমি পার্টির জয়ের কথাই উঠে আসছিল৷ তাই ভোট গণনার সকাল থেকেই তৈরি ছিলেন আপ কর্মী সমর্থকরা৷ এবং এতটা ভোট নিয়ে তৃতীয়বারের জন্য জিতে উচ্ছ্বসিত দলের কর্মীরা৷ ভোটে জিতে রীতিমত আবেগে ভেসেছেন আপ সদস্যরা৷ মিছিল, আবির নিয়ে সেলিব্রেশন তো হয়েছেই, তবে নজর কেড়েছে তাদের নাচ! পুরোটাই হল বিজেপিকে কটাক্ষ করে৷ কেজরির বিরুদ্ধে যাকে তুলে ধরছিল বিজেপি সেই অভিনেতা-সাংসদ মনোজ তিওয়ারির একটি বিখ্যাত গান রিঙ্কিয়াকে পাপার সঙ্গে নাচলেন তারা৷ পুরোটাই যে ব্যাঙ্গার্থক অর্থে সেটা বলাই বাহুল্য৷ দেখুন সেই নাচ৷ এই ছবিটি লখনউয়ের৷
দিল্লির নির্বাচনী প্রচারে বিজেপি এবং আপ, দু’পক্ষই এই গানটি ব্যবহার করেছিল৷ মনোজ তিওয়ারির এই গানটি রীতিমতো ভাইরাল৷ তাই এই গানকে হাতিয়ার করেই ভোটারদের কাছে পৌঁছাতে চেয়েছিল দু’দলই৷ তবে শেষ পর্যন্ত বিজেপির মনোজ তিওয়ারি প্রচার করতে থাকেন যে রিঙ্কিয়া ঝুট নেহি বোলতি৷
Celebrations at AAP Lucknow Unit. Workers dancing away to the tunes of 'Rinkiya Ke Papa' pic.twitter.com/e3jBFy3H9w
— Qazi Faraz Ahmad (@qazifarazahmad) February 11, 2020
advertisement
advertisement
তৃতীয়বারের জন্য দিল্লির তখত জিতে দিল্লিবাসীদের আই লাভ ইউ বলেন অরবিন্দ কেজরিওয়াল৷ ১৪ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 8:32 PM IST