Raghav Chadha| 'আমায় বিয়ে করবেন?' প্রচারে বেরলেই এই আপ প্রার্থীকে ঘিরে ধরছেন মহিলারা

Last Updated:

বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব৷ ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি মহিলা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন৷ রাঘব ব্যাচেলার৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে রাঘব৷

#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনে রাজেন্দ্রনগরে বিধানসভায় আম আদমি পার্টি-র প্রার্থী রাঘব চাড্ডা৷ ৩১ বছর বয়সি এই তরুণ রাজনীতিবিদে 'ফিদা' মহিলারা৷ ইতিমধ্যেই প্রচারের সময় একর পর এক বিয়ের প্রস্তাব পেতে শুরু করে দিয়েছেন তিনি৷ তবে এই জনপ্রিয়তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, তা এখনও বলা যাচ্ছে না৷
বেশ কয়েকটি রোড শো করে ফেলেছেন রাঘব৷ ইতিমধ্যে কম করে এক ডজনের বেশি মহিলা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন৷ রাঘব ব্যাচেলার৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ লোভনীয় সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে রাঘব৷ আপ-এর ৩৯ জন তারকা প্রচারকের মধ্যে একজন তিনিও৷ ট্যুইটার, ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার৷
রাঘব চাড্ডা রাঘব চাড্ডা
advertisement
advertisement
রাঘবের সোশ্যাল মিডিয়া টিম জানাচ্ছে, রাঘবকে সবচেয়ে বেশি ফলো করছেন মহিলারা৷ সম্প্রতি ট্যুইটারে রাঘবকে এক মহিলা বিয়ের প্রস্তাব দেন৷ সেই মহিলাকে রাঘবের উত্তর, 'অর্থনীতির অবস্থা ভালো নয়৷ এটা বিয়ে করার সঠিক সময় নয়৷'
এখানেই শেষ নয়৷ সম্প্রতি একটি স্কুলে তিনি গিয়েছিলেন সভা করতে৷ সেখানে এক শিক্ষক রাঘবকে বলেন, 'আমার যদি মেয়ে থাকতো, আপনাকেই বিয়ে করতে বলতাম৷'
advertisement
রাঘব গত বছর দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বার তাঁর বিপক্ষে লড়ছেন বিজেপির আর পি সিং। তিনি বিজ্ঞাপন জগতের মানুষ। আর আছেন কংগ্রেসের রকি তুসিদ। তাঁর বয়স ২৫। দিল্লির বিধানসভা ভোটে তিনিই সবচেয়ে কমবয়সী প্রার্থী।
বাংলা খবর/ খবর/দেশ/
Raghav Chadha| 'আমায় বিয়ে করবেন?' প্রচারে বেরলেই এই আপ প্রার্থীকে ঘিরে ধরছেন মহিলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement