ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর নন আমির
Last Updated:
ইনক্রেডিবেল ইন্ডিয়া-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর থাকছেন না আমির খান ৷ তবে কি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জন্যই এই কোপ ? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে জনপ্রিয় বলিউড তারকা আমির খানকে সরিয়ে দিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে আরটিআই-এর তরফে ৷
#নয়াদিল্লি: ইনক্রেডিবেল ইন্ডিয়া-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর থাকছেন না আমির খান ৷ তবে কি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জন্যই এই কোপ ? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে জনপ্রিয় বলিউড তারকা আমির খানকে সরিয়ে দিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে আরটিআই-এর তরফে ৷
সম্প্রতি আমির সম্পর্কে তথ্য চেয়ে আরটিআই করেন এক ব্যক্তি ৷ জানতে চান আমির খান কী এখনও ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছেন? তখন এই প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তিনি আর এই প্রকল্পের সঙ্গে জড়িত নন৷
কিছুদিন আগে অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় বিতর্কের মুখে পড়েছিলেন আমির খান ৷ সেই সময় অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছিল শাহরুখ, আমির থেকে বলিউডের বিভিন্ন তারকারা ৷ তবে তাঁদের মধ্যে একমাত্র আমির অসহিষ্ণুতা নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন ৷ তার জেরেই এই পদ থেকে আমিরকে সারানো হয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
অন্যদিকে, সরকারের তরফে জানানো হয়েছে আমিরকে কোথাও ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলেনি মন্ত্রক ৷ আমির কেবল অভিনেতা হিসেবে বিজ্ঞাপনে অংশ নেন ৷ সচেতনতা বাড়াতে ওঁর ইমেজ ব্যবহার করা হয় ৷ বর্তমান সরকার আমিরকে অ্যাম্বাসাডরের স্বীকৃতি দেয়নি৷ সরকারের এই পদক্ষেফ অসহিষ্ণুতা নিয়ে বিতর্কের ঝড়কে ফের একবার উস্কে দেবে বলে মনে করছে ওয়াকিবহল মহল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2016 10:26 AM IST