মোবাইল সিমের জন্য আধার বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র
Last Updated:
এখনও ফোন নম্বর ও আধার নম্হর যুক্ত করা নিয়ে দ্বিধায় ছিলেন তাদের জন্য সুখবর ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে মোবাইল সিমের সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক ৷
#নয়াদিল্লি: জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। ভুয়ো পরিচয় রুখতে কোনও ব্যক্তির স্বতন্ত্র একটি নম্বর দেওয়া হয় কার্ডের মাধ্যমে। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়। মোবাইল নম্বরের সঙ্গেও আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছিল ৷ তবে আর চিন্তার কোনও কারণ নেই ৷
এখনও ফোন নম্বর ও আধার নম্হর যুক্ত করা নিয়ে দ্বিধায় ছিলেন তাদের জন্য সুখবর ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে মোবাইল সিমের সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক ৷
advertisement
টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার নম্বরের বদলে পরিচয়পত্র হিসেব ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড গ্রহণ করা হবে ৷ গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ নতুন নির্দেশ নেওয়ার ক্ষেত্রে আপাতত আধার বাধ্যতামূলক নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2018 12:51 PM IST