#নয়াদিল্লি: রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবার পর এবার কেরোসিনের ভতুর্কির ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। শুধু কেরোসিনের ভতুর্কি পেতেই নয় অটল পেনশন যোজনার ক্ষেত্রেও এবার বাধ্যতামূলক আধার কার্ড। ইতিমধ্যে এই নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ৷
সরকারি নির্দেশিকা অনুযায়ী অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তকারী ব্যক্তিদের পেনশনের সুবিধা পেতে চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই তাদের অ্যাকাউন্টে আধার নম্বর সংযুক্ত করতে হবে ৷ অন্যদিকে, কেরোসিনে ভর্তুকি অব্যাহত রাখতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ড যুক্ত করতে হবে ৷
তবে যদি ব্যক্তির আধার কার্ড এখনও না তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, মনরেগার জব কার্ড, সচিত্র কিষাণ পাশবুক বা কোনও গেজেটেড অফিসারের দেওয়া সার্টিফিকেট জমা দিলেও আপাতত কাজ চলবে।
আসলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গ্যাস সিলিন্ডারের মতোই কেরোসিনের ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এতে দুর্নীতি কমবে বলে মনে করে সরকার ৷ একইসঙ্গে পেনশনের টাকা সঠিক জায়গায় পৌঁছছে কিনা তা নিশ্চিত করতেই অবিলম্বে আধার নম্বরকে যুক্ত করার কথা বলা হয়েছে ৷
অচিরেই মাত্র ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ ভোটার কার্ড অর্থাৎ এপিক, প্যান কার্ড, রেশন কার্ডের মতো অন্যান্য পরিচয় পত্রের প্রয়োজনীয়তা এবার ফুরোল বলে ৷ সমস্ত স্বচিত্র ভোটার কার্ডকে সরিয়ে এক এবং একমাত্র আইডি হতে চলেছে আধার ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷
আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar mandatory, Aadhar Card Compulsory, Aadhar Card Mandatory, Atal Pension Yojana, Kerosene subsidy