বিমানে উঠতেও বাধ্যতামূলক আধার!

Last Updated:

আধারের ইউনিক ১২ নম্বরের উপর নির্ভর করবে আপনার বিমান সফর ৷

#নয়াদিল্লি: এবার বিমানে উঠতে শুধু টিকিট নয়, সবার আগে দরকার ১২টি অনন্য নম্বর ৷ আধারের ইউনিক ১২ নম্বরের উপর নির্ভর করবে আপনার বিমান সফর ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, ট্রেনের টিকিট বুকিংয়ের মতো এবার প্লেনে চড়তে গেলেও আধার কার্ডের প্রয়োজন ৷ অদূর ভবিষ্যতে বিমান সফরের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷ সম্প্রতি একটি সরকারি নির্দেশে তেমন ইঙ্গিতই মিলেছে ৷
কেন্দ্রের তরফে সম্প্রতি এক IT সংস্থাকে একটি কাজের বরাত দেওয়া হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী, দেশের সব বিমানবন্দরে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য ভান্ডার তৈরি ও তার অ্যাকসেস পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছে সরকার ৷ পরিকল্পনা অনুযায়ী ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে সংস্থাটিকে ৷ সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷
advertisement
এই পরিকল্পনা অনুযায়ী এরপর থেকে দেশের সমস্ত বিমানবন্দরে অন্তর্দেশীয় বিমানে যাত্রার সময় পরিচয়পত্রের ফটোকপি দেখানোর বদলে আঙুলের ছাপ দিয়ে পরিচয় দিতে হবে ৷ নাগরিকদের আধার নম্বরেই সংরক্ষিত সমস্ত বায়েমেট্রিক তথ্য ৷ বিমানবন্দরে প্রবেশ থেকে চেকইন সমস্তই হবে নির্দিষ্ট স্থানে লাগানো টাচপ্যাডে বুড়ো আঙুলের ছাপের মাধ্যমে ৷
advertisement
বহুদিন ধরেই বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবং যাত্রীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারের বায়োমেট্রিক তথ্য ভান্ডারকে ব্যবহার করার কথা ভাবছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ এতে জঙ্গি হামলার আশঙ্কা এড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের তথ্য সংরক্ষণেও অনেক সুবিধা হবে ৷
advertisement
একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হচ্ছে আধার কার্ডকে ৷ সম্প্রতি লোকসভায় অর্থবিল নিয়ে এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আধার কার্ডই হবে দেশের একমাত্র পরিচয় পত্র ৷
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাসের ভর্তুকি, ট্রেনে টিকিট কাটা থেকে আয়কর দাখিল, এমনকী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পেতেও বাধ্যতামূলক আধার কার্ড ৷ এবার বিমানেও আধার বাধ্যতামূলক ঘোষণা হতে বাকি আর কয়েকটি ধাপ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে উঠতেও বাধ্যতামূলক আধার!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement